NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

রোটারি ক্লাবের প্রয়াস, মায়ের দুধের ব্যাঙ্ক হল শিলচরে
Human Milk Bank: An initiative of Rotary Club at Nari Sikshasram

২১ ফেব্রুয়ারি: মায়ের দুধেরও ব্যাঙ্ক! অন্য শহরের এমন খবর পড়ে বিস্মিত হওয়ার কিছু নেই৷ আজ রবিবার রোটারি ক্লাবের উদ্যোগে শিলচরেও উদ্বোধন হল হিউম্যান মিল্ক ব্যাঙ্ক৷ মা ও নবজাতকদের সংখ্যা বিবেচনায় এটি বসানো হয়েছে শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে৷ বিশাল সংখ্যক রোটারিয়ান ও শিশু চিকিৎসকদের উপস্থিতিতে মিল্ক ব্যাঙ্কের উদ্বোধন করেন নারী শিক্ষাশ্রমের সচিব তথা শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় ও রোটারি ক্লাবের সদ্যপ্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর ডা. দেবাশিস দাস৷ দেবাশিসবাবুর উদ্যোগেই এই হিউম্যান মিল্ক ব্যাঙ্ক শিলচরে নির্মিত হল৷ তাঁর সময়েই রোটারি ইন্টারন্যাশনাল তাদের গ্লোবাল ফান্ড থেকে এই খাতে অর্থ বরাদ্দ করে৷ উত্তরপূর্বের প্রথম চারটি মিল্ক ব্যাঙ্ক তৈরির কাজ শুরু করে রোটারি ক্লাব৷ চারটিই হচ্ছে আসামে৷ শিলচরে দ্বিতীয়টির উদ্বোধন হল৷

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শিলচর রোটারি ক্লাবের সভাপতি তাপস রায়৷ সঞ্চালনা করেন ক্লাবের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর তৈমুর রাজা চৌধুরী৷ স্বাগত ভাষণ দেন ইন্ডিয়ান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ডা. সুমিত দাস৷ তিনি জানান, মায়ের দুধ কয়েকমাস ব্যাঙ্কে রাখা যেতে পারে৷ সেজন্য দাতার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে, দুধের পরীক্ষা করতে হবে৷

রাজদীপ রায় ঘোষণা করেন, নারীশিক্ষায় ব্যাঙ্ক স্থাপন হলেও বরাকের প্রত্যেক শিশুর জন্য এই ব্যাঙ্কের দরজা খোলা৷ আসামে শিশুমৃত্যুর হার বরাকের জেলাগুলিতেই সবচেয়ে বেশি, এই কথা জানিয়ে তিনি আশা ব্যক্ত করেন, মিল্ক ব্যাঙ্ক এই পরিস্থিতির উন্নতিতে সহায়ক হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker