NE UpdatesHappeningsBreaking News
চিরাঙের রিজার্ভ ফরেস্ট থেকে প্রচুর বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারHuge quantity of explosives & arms recovered at Chirang
২৫ সেপ্টেম্বর : বড়সড় নাশকতার ছক ফাঁস করল ভারতীয় সেনা-পুলিশ। আসাম পুলিশ ও এসএসবি-র যৌথ তল্লাশিতে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। মঙ্গলবার অসমের গাবরুখান্দা এলাকা থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। নিম্ন অসমের চিরাঙ জেলার পানবাড়ি রিজার্ভ ফরেস্টের ভেতরে একটি গোপন আস্তানার সন্ধান পায় সেনা-পুলিশ। সেখানেই আধুনিক আগ্নেয়াস্ত্র, শক্তিশালী বিস্ফোরক পাওয়া যায়।
গোপনসূত্রে খবর পেয়ে এসএসবি, অসম পুলিশ ও ভারতীয় সেনা এলাকায় তল্লাশি শুরু করে। গোয়েন্দাসূত্র আগেই এলাকায় অস্ত্রের ভাণ্ডার গড়ে ওঠার কথা জানিয়েছিল। এরপরই চিরুনি তল্লাশি শুরু হয়। আর এতে সাফল্যও আসে। এই তল্লাশিতে আর্মি ট্র্যাকার ডগ ব্যবহার করে সেনা। তাদের সাহায্যেই আটটি বড় বড় ট্রাঙ্ক উদ্ধার হয়।
মনে করা হচ্ছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনডিএফবি (এস) এই অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছিল। উদ্ধার হয়েছে ৯টি ফ্যাক্টরি মেড রাইফেল, ১১টি দেশীয় রাইফেল, ১৬২টি স্নিপার ও পিকা আগ্নেয়াস্ত্র, ১৭ কেজি বিস্ফোরক। দুটি রেডিও সেট ও বিস্ফোরণের কাজে ব্যবহৃত বেশ কিছু অন্যান্য উপকরণও মিলেছে। এই বিস্ফোরকগুলি চিরাঙ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এগুলি নিয়ে আসা হয় পানবাড়ি পুলিশ স্টেশনে। ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ড এই গোটা ঘটনার পেছনে রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।