NE UpdatesBarak UpdatesHappenings
শহরটা যেন হিমন্তেরই অপেক্ষায় ছিল !Huge crowd greets Himanta during Road Show in Silchar
ওয়েটুবরাক, ২৯ মার্চ: যোগী আদিত্যনাথের সভা পুরো ফ্লপ৷ অমিত শাহের সভায় মাঠ ভরেনি৷ বিজেপি কর্মকর্তাদের সব আক্ষেপ দূর করে দিলেন শিলচরের জনতা৷ সৌজন্যে হিমন্ত বিশ্ব শর্মা৷ তাঁর জন্যই যেন শহরবাসী অপেক্ষায় ছিলেন৷ তিনি এলেন, জনস্রোত বইয়ে দিলেন ইটখলা থেকে রাঙ্গিরখাড়ি৷
একই গাড়িতে ছিলেন ড. হিমন্ত বিশ্ব শর্মা, ডা. রাজদীপ রায় ও দীপায়ণ চক্রবর্তী৷ ড. শর্মা পথে পথে শুভেচ্ছা কুড়োলেন, হাত জোড় করে সকলকে প্রতি-শুভেচ্ছা জানালেন৷ হাত উঁচিয়ে নাচলেন ডা. রায়, সঙ্গে প্রায়ই কোমর দোলাতে দেখা গিয়েছে দীপায়নবাবুকে৷ বেশ কিছুদিন পরে তাঁর উচ্ছ্বাস নজরে পড়েছে৷
It is such an honour to be amidst such warm affection of you all. Join me Live from Silchar Roadshow. #HBSCampaignTrail https://t.co/u8Ho1SjnXq
— Himanta Biswa Sarma (@himantabiswa) March 29, 2021