NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
১৫ মার্চ থেকে মাধ্যমিক, কোভিড আক্রান্তদের জন্য পৃথক পরীক্ষা কেন্দ্র থাকবেHSLC from 15 March, separate centre for Covid +ve students
ওয়েটুবরাক, ২৮ জানুয়ারিঃ এ বার কোভিডের জন্য মাধ্যমিক পরীক্ষা বাতিল বা স্থগিত হবে না৷ বরং কোভিড আক্রান্তরাও পরীক্ষায় বসতে পারবে৷ তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সম্পূর্ণ পৃথক কেন্দ্রে পরীক্ষা দেবে তারা। সে জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে। আজ শুক্রবার কোভিড আবহে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি জানতে সেবা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সারা অসম ছাত্র সংস্থা (আসু)-র এক প্রতিনিধি দল। ১৫ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে অসম মধ্যশিক্ষা পর্ষদ বা সেবা।
বৈঠক সেরে বেরিয়ে আসুর সাধারণ সম্পাদক শংকরজ্যোতি বরুয়া জানিয়েছেন, তাঁরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। সুষ্ঠু ভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করাই তাঁদের মূল লক্ষ্য ও দাবি। এ বার মাধ্যমিক ও হাই মাদ্রাসা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪,৩২,৮৮৪। ৯০৩টি পরীক্ষাকেন্দ্রে বসবে তারা। এর মধ্যে কয়টি কোভিড সেন্টার, তা অবশ্য এখনই চূড়ান্ত হয়নি৷ সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, সেটা নির্ভর করবে, ঠিক ওই সময়ে কোভিড কী অবস্থায় থাকে, এর ওপর।