HappeningsBreaking News

মাধ্যমিক শুরু ১৪ ফেব্রুয়ারি, ঘোষণা সেবা’র
HSLC exam of Assam board to be held from 14 February

১৮ ডিসেম্বর : বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সেবা পরিচালিত ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ২ মার্চ। মঙ্গলবারই সেবার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা ঘোষণা করা হয়েছে।

সেবা এ বছর পরীক্ষা সংক্রান্ত নতুন কিছু নিয়মনীতি চালু করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক। উত্তরপত্রে বারকোড লাগাতে হবে। ছাত্রছাত্রীদের উত্তরপত্রে শুধু কালো কালি দিয়েই লিখতে হবে। তিনি আরও জানান, আগামী বছর রাজ্যে মোট ৮৫৭টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। এই কেন্দ্রগুলোতে পরীক্ষায় বসবে মোট ৩ লক্ষ ৫৩ হাজার পরীক্ষার্থী।


December 18: The High School Leaving Certificate (HSLC) Examination, 2019 conducted by Board of Secondary Education (SEBA), Assam will commence from 14 February. The said examination will come to an end on 2 March, 2019. This was declared by SEBA on Tuesday.

SEBA has adopted a number of new measures, which will be implemented from HSLC Examinations to be held in February 2019. All the exam centres will be asked to install CCTV cameras for better surveillance. Further, answer scripts with bar code will also be introduced. Students will have to answer only with black pens. There will be a total of 857 centres across the state wherein a total of 3,57,000 students will be appearing in HSLC examination, 2019.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker