Barak UpdatesBreaking News
পিএফের টাকা মেটাচ্ছে না এইচপিসি, উদ্বেগে কর্মচারীরাHPCs mysterious role in depositing Provident Fund, employees tensed
দেবজিত চক্রবর্তী, দিলীপ শুক্লবৈদ্য, সমীরণ দাস, সঞ্জীবচন্দ্র দাস প্রমুখ স্বাক্ষরিত স্মারকপত্রে তাঁরা বলেন, ২০১৪-১৫ সালেও প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নিয়ে জমা না করাটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত। কারণ তখন মিল ভালো চলছিল। কর্মচারী এবং মিলের অংশ কোনওটা জমা করারই সমস্যা ছিল না। আর এখন সিকিউরিটি ভেঙে ফেলতে চাইছেন, যেহেতু তিনি ৩০ নভেম্বর অবসর নিতে চলেছেন। এইচপিসি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যানকে চিঠি লিখে স্পষ্ট বলেছেন, অবসরের পর এই ইস্যুতে আমি কোনও বিড়ম্বনায় পড়তে চাই না। একে শুধু আশ্চর্যজনক নয়, কর্মচারীরা বিশ্বাস ভঙ্গেরও সামিল বলে মন্তব্য করেছেন। তাঁরা রিজিয়নাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারকে স্মরণ করিয়ে দেন, ইপিএফ রুলস এবং অ্যাক্টে পিএফের টাকা জমা না করা ফৌজদারি অপরাধও। কর্মচারীদের বৃহত্তর স্বার্থে তিনি যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, সে ব্যাপারে কর্মচারীরা তাঁকে আর্জি জানিয়েছেন।