Barak UpdatesBreaking News

পিএফের টাকা মেটাচ্ছে না এইচপিসি, উদ্বেগে কর্মচারীরা
HPCs mysterious role in depositing Provident Fund, employees tensed

২৫ নভেম্বরঃ ২০১৬-র ডিসেম্বরের বেতন পেয়েছেন কাছাড় কাগজ কলের কর্মচারীরা। এর পর আর নেই। যখনই বেতন পান, চরম সংকটের মধ্যেও প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটতে কেউ আপত্তি করেননি। কিন্তু তাহলে কী হবে, ওই টাকা জমা পড়ছে কোথায় ! শেষ জমা হয় ২০১৪ সালের মার্চে। এখন ওই অর্থ জমার পরিবর্তে সঙ্কট আরও তীব্রতর হল। হিন্দুস্তান পেপার মিলের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) জানিয়ে দিয়েছেন, রিজিয়নাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের চাপ আছে। তাই এইচপিসি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের যত সিকিউরিটি রয়েছে, সে সব মেয়াদ পূর্তির আগে বেচে দেওয়া হোক। তা দিয়ে মেটানো হোক অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া অর্থ। ২০১৯-র মার্চের মধ্যে যারা অবসর নিচ্ছেন, তাঁদেরও ওই তালিকায় রাখতে বলা হয়েছে। তাতেই দুশ্চিন্তা বেড়ে গিয়েছে বর্তমান কর্মচারীদের। তাঁরা রিজিয়নাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কাছে তাঁদের বকেয়া অর্থ দ্রুত আদায়ের আর্জি জানান। তাঁদের আশঙ্কা, সিকিউরিটি মেয়াদপূর্তির আগে ভেঙে ফেললে একদিকে এইচপিসির বিরাট লোকসান হবে, অন্যদিকে তাঁদের বকেয়া অর্থ ঝুলেই থাকবে।

দেবজিত চক্রবর্তী, দিলীপ শুক্লবৈদ্য, সমীরণ দাস, সঞ্জীবচন্দ্র দাস প্রমুখ স্বাক্ষরিত স্মারকপত্রে তাঁরা বলেন, ২০১৪-১৫ সালেও প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নিয়ে জমা না করাটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত। কারণ তখন মিল ভালো চলছিল। কর্মচারী এবং মিলের অংশ কোনওটা জমা করারই সমস্যা ছিল না। আর এখন সিকিউরিটি ভেঙে ফেলতে চাইছেন, যেহেতু তিনি ৩০ নভেম্বর অবসর নিতে চলেছেন। এইচপিসি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যানকে চিঠি লিখে স্পষ্ট বলেছেন, অবসরের পর  এই ইস্যুতে আমি কোনও বিড়ম্বনায় পড়তে চাই না। একে শুধু আশ্চর্যজনক নয়, কর্মচারীরা বিশ্বাস ভঙ্গেরও সামিল বলে মন্তব্য করেছেন। তাঁরা রিজিয়নাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারকে স্মরণ করিয়ে দেন, ইপিএফ রুলস এবং অ্যাক্টে পিএফের টাকা জমা না করা ফৌজদারি অপরাধও। কর্মচারীদের বৃহত্তর স্বার্থে তিনি যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, সে ব্যাপারে কর্মচারীরা তাঁকে আর্জি জানিয়েছেন।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker