Barak UpdatesHappeningsAnalyticsBreaking News
আসামের ৫ কেন্দ্রে ভোট শুরু, সকালেই ভোটাধিকার প্রয়োগ প্রার্থীদের
গুয়াহাটি, ১৯ এপ্রিল ঃ রাজ্যে প্রথম পর্যায়ে শুরু হওয়া ভোটদান প্রক্রিয়ায় অংশ নিলেন সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে লড়াইয়ে নামা প্রার্থীরা। ৭৮নং ধেমাজি বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা ১৫৮নং ধেমাজি রূপনাথ ব্রহ্ম হাইস্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে নিজের ভোটাধিকার সাব্যস্ত করলেন প্রদান বরুয়া। তাঁর দাবি, গত বছরের তুলনায় এ বার আরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে দাবি বিজেপি প্রার্থীর।
বিরোধী ঐক্যমঞ্চের ডিব্রুগড় লোকসভা কেন্দ্রের প্রার্থী লুরিনজ্যোতি গগৈ লাইপুলির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটদান করেন। দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য অন্ততপক্ষে ৯৫ শতাংশ ভোট দেবার জন্য তিনি সবার কাছে আহ্বান জানান। সকালে বাবার পা ছুঁয়ে ভোটাধিকার সাব্যস্ত করলেন যোরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ। তাঁর সঙ্গে ভোটদানে আসেন বাবা নগেন গগৈ, স্ত্রী বিনীতা শইকিয়াও। যোরহাট কেন্দ্রের হেভিওয়েট কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ এ দিন সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ দিন সকালে কেন্দ্রীয় মন্ত্রী তথা ডিব্রুগড় কেন্দ্রের বিজেপি প্রার্থী সর্বানন্দ সোনোয়ালও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উল্লেখ্য, প্রথম পর্যায়ের ভোটে আসামের ৫টি লোকসভা আসনে ভোটদান শুরু হয়েছে। এই ৫ কেন্দ্র হচ্ছে, ডিব্রুগড়, যোরহাট, কাজিরঙা, লখিমপুর ও শোণিতপুর।