Barak UpdatesHappenings

হোটেল কোয়রান্টাইন শিলচরেও চালু, ময়ুরে এলেন ২৫ জন
Hotel quarantine started in Silchar also, 25 comes at Mayur

১৪ মেঃ বাইরে থেকে আসা যাত্রীদের হোটেল কোয়রান্টাইন শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার রাতেই স্বাস্থ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, বাইরে থেকে যারা আসামে আসছেন, তাদের হোটেলে পাঠানো হবে।  সে জন্য সমস্ত শহরের সরকারি-বেসরকারি হোটেল-অতিথিশালা সরকার নিয়ে নিয়েছে।  তাঁর এই ঘোষণার কিছুক্ষণের মধ্যে শিলচরের ময়ুর হোটেলের সামনে গিয়ে দাঁড়ায় গুয়াহাটি থেকে আসা একটি বাস।  তাতে মোট ২৫জন যাত্রী ছিলেন।  সবাইকে ময়ুর হোটেলে রাখা হয়েছে।

Rananuj

হোটেলকর্তা জানান, তাঁরা মূলত হাইলাকান্দি ও শিলচরের বাসিন্দা৷ বাস থেকে নেমেই সোজা যার যার নির্ধারিত রুমে চলে গিয়েছেন৷ এই হোটেলের সঙ্গে শুধু থাকার ব্যবস্থা করার চুক্তি হয়েছে৷ খাবার সরবরাহ করবে অন্য কোনও সরবরাহকারী৷

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker