Barak UpdatesHappeningsBreaking News

হাসপাতালগুলো নিরাপদ, নির্ভয়ে আসুন, বললেন স্বাস্থ্যকর্তা
Hospitals are safe, come without fear, says health officials

৪ মে: করোনা প্রকোপে হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা কমে এসেছিল। একে লকডাউনের দরুন ঘর থেকে বেরনো সমস্যা। ্দ্বিতীয়ত, মেডিক্যাল কলেজকে কোভিড হাসপাতাল ঘোষণা, অন্যান্য হাসপাতালে কোয়রান্টাইন সেন্টার চালু ইত্যাদি নানা কারণে মানুষ আপাতত চিকিতসা থেকে দূরেই ছিলেন। পরিস্থিতির পরিবর্তনে এখন আবার স্বাস্থ্যসেবা স্বাভাবিক হচ্ছে। জেলা এনএইচএমের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে কোয়রান্টাইন সেন্টার করা হয়েছে বলে আশঙ্কার কিছু নেই। এটি পুরো আলাদা জায়গা।

Rananuj

এ ছাড়া, সাধারণ রোগীর স্বাস্থ্য-নিরাপত্তার কথা মাথায় রেখেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁর আহ্বান, হাসপাতালগুলো পুরোপুরি নিরাপদ রয়েছে। নির্ভয়ে চিকিতসা করাতে আসুন। তিনি বিশেষ করে, শিশু ও প্রসূতিদের কথা উল্লেখ করেন। অনেক শিশুর টিকাকরণ বিঘ্নিত হয়েছে। অনেক প্রসূতি রুটিন চেকআপ করাতে পারেননি। সুমনবাবু তাদের দ্রুত টিকা নিতে, ডাক্তার দেখাতে পরামর্শ দেন।

তিনি জানান, সিভিল হাসপাতাল এখন আবার আগের মতই হয়ে গিয়েছে। সাধারণ প্রসব, সিজারিয়ান সবই হচ্ছে। অন্যান্য রোগের ক্ষেত্রে আউটডোর, ইনডোর উভয়ই চালু রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker