Barak UpdatesHappeningsBreaking News
কংগ্রেসের ইস্তাহারে বরাক উপত্যকার জন্য নানা কথা
ওয়েটুবরাক, ২০ মার্চ: কৃষকদের সমস্ত কৃষিঋণ মকুব করা হবে৷ মহিলা আত্মসহায়ক গোষ্ঠীগুলি ক্ষুদ্র ঋণ সংস্থা থেকে যে ঋণ নিয়েছে তাও মাফ করে দেওয়া হবে৷ আজ শনিবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে কংগ্রেস আরও জানায়, ক্ষমতায় এলে রাজ্যের প্রত্যেক গৃহিণীকে মাসিক ২০০০ টাকা করে দেওয়া হবে, বেকার সমস্যা সমাধানে কংগ্রেস ৫ লক্ষ বেকারকে সরকারি চাকরি দেবে। চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩৬৫ টাকা করা হবে৷ সিএএ কোনওমতেই অসমে কার্যকর হবে না। রাজ্যের প্রতিটি পরিবারকে মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। কাছাড় কাগজকল ও নগাঁও কাগজ কল ফের চালু করা হবে।
এ ছাড়া, ইস্তাহারে বরাক উপত্যকার জন্য বলা হয়েছে, অসম আন্দোলন, সিএএ আন্দোলনের শহিদদের পরিবারের পাশাপাশি ভাষা আন্দোলনের শহিদদের পরিবারগুলিকেও পেনশন প্রদান করা হবে। শিলচর রেল স্টেশনের নাম ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ রাখা হবে। বরাকে রবীন্দ্রনাথের নামে সংস্কৃতিকেন্দ্র গড়া হবে, গৌহাটি হাইকোর্টের বরাক ভ্যালি বেঞ্চ তৈরি করা হবে, শিলচর মেডিক্যাল কলেজে সুপার স্পেশ্যালিটি স্নায়ুরোগ ও হৃদরোগ বিভাগ খোলা হবে, তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি চাকরিতে বরাকের বেকারদের অগ্রাধিকার দেওয়া হবে, বরাকে তৈরি হবে কৃষি বিশ্ববিদ্যালয়, দ্রুত শেষ করা হবে ইস্ট-ওয়েস্ট করিডরের কাজ।