Barak UpdatesIndia & World Updates
ইতিহাস বিকৃতি, গুমনামি বয়কটের ডাক ফরওয়ার্ড ব্লকেরHistory distorted, Forward Bloc gives call for boycott of film ‘Gumnami’
৪ অক্টোবরঃ সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুমনামী’ বয়কটের ডাক দিল ফরওয়ার্ড ব্লক। তাদের অভিযোগ, ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে প্রচুর ভুল তথ্য পরিবেশিত হয়েছে। ঘটেছে ইতিহাস বিকৃতিও। ছবিটির শুরুতে নেতাজির প্রতিষ্ঠিত দলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। ওই কৃতজ্ঞতার বার্তা প্রত্যাহার করে নেওয়ার জন্যও ‘গুমনামী’র পরিচালক ও প্রযোজক সংস্থাকে চিঠি পাঠিয়েছেন ফরওয়ার্ড ব্লক।
পরিচালক ও প্রযোজকদের আমন্ত্রণে ছবিটি দেখতে গিয়ে নেতাদের মনে হয়েছে, নেতাজিকে নিয়ে নির্দিষ্ট বইয়ের লেখকদের ভাষ্যই সেখানে তুলে ধরা হয়েছে। ব্রিটিশের চোখে ধুলো দিয়ে কলকাতা থেকে অন্তর্হিত হয়ে দ্বিতীয় বিশ্বষুদ্ধ চলাকালীন বিদেশের মাটি থেকে এ দেশের শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এক বিপ্লবী নেতা হঠাৎ ‘সাধু’ হয়ে ফিরে এলেন, এই তত্ত্ব তুলে ধরাই সেই ভাষ্যের উদ্দেশ্য। এতেই মূল আপত্তি তাদের।
ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘‘বই লেখা বা ছবি করার স্বাধীনতা সকলেরই আছে। কিন্তু ধর্মনিরপেক্ষতার প্রতীক নেতাজিকে একটি নির্দিষ্ট ধর্ম, সাধু— এ সবের দিকে নিয়ে গেলে তাদেরই সুবিধা হয়, যারা হিন্দু রাষ্ট্র বানাতে চায়! তাই মানুষের কাছে আবেদন, এই ছবি বয়কট করুন।’’ ফ ব-র জাতীয় সম্পাদক দেবরাজন তথ্য ধরে ধরে দাবি করেছেন, ছবিতে দেখানো তথ্যে ভুরি ভুরি অসঙ্গতি আছে।