Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে দিব্যাঙ্গ ও অশীতিপরদের বাড়িতে বসে কোভিড টিকাDivyang’s & 80 plus persons vaccinated at home in Karimganj
ওয়েটুবরাক, ১৭ জুলাই : ভেক্সিনেশন শুরু হওয়ার সময় থেকেই দিব্যাঙ্গ ও অশীতিপর নাগরিকদের জন্য হোম ভেক্সিনেশনের দাবি জানিয়ে আসছিল সক্ষম । করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের সাথে এ বিষয়ে আলোচনাও হয়েছিল । প্রশাসন এ ব্যাপারে হাত বাড়িয়ে দিয়েছে৷ আজ শনিবার সক্ষমের সহায়তায় করিমগঞ্জ জেলা প্রশাসন ৩০ জন দিব্যাঙ্গ ও অশীতিপর নাগরিককে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হয়৷
জেলা স্বাস্থ্য সঞ্চালক ডাঃ অনুপ দৈত্যারি, ডিপিএম হানিফ আহমেদ, সক্ষম সংস্থার দিব্যাঙ্গ মোবাইল ভেক্সিনেশন মিশন ডিরেক্টর ডা. দেবতোষ পাল ও সংস্থার অন্যান্য কর্মকর্তারা মিলে করিমগঞ্জ শহরের ৩০ জনকে ঘরে ঘরে গিয়ে টিকা প্রদান করেন৷
আসামে দিব্যাঙ্গদের জন্য ঘরে ঘরে ভেক্সিনেশনের ব্যবস্থা করিমগঞ্জ জেলাতেই প্রথম হল৷ এই কর্মসূচিতে ডা. দেবতোষ পাল ছাড়াও সক্ষম পরিবারের পক্ষ থেকে ছিলেন ঝুমা দাস, পার্থ দাস ও রুবি মল্লিক৷ স্বাস্থ্য দফতর থেকে ছিলেন জয়দীপ দেব ও দুজন নার্স ।
এই শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সক্ষমের দিব্যাঙ্গ জন বিকাশ কেন্দ্রের নোডাল অফিসার ডাঃ প্রসেনজিত ঘোষ ।