Barak UpdatesBreaking News
যুগশঙ্খ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হিমাশিস, বঙ্গভবনে অনুষ্ঠান শনিবার
Himashish to get Jugasankha Sahitya Award, ceremony at Banga Bhavan on Saturday

২১ মার্চ : যুগশঙ্খ পত্রিকা এ বছর যুগশঙ্খ সাহিত্য পুরস্কার প্রদান করছে বিশিষ্ট গল্পকার হিমাশিস ভট্টাচার্যকে। আগামী ২৩ মার্চ সন্ধে সাড়ে ৬টা থেকে বঙ্গভবনে হবে অনুষ্ঠান। যুগশঙ্খের বর্তমান চেয়ারম্যান বিজয়কৃষ্ণ নাথের বাবা বার্তা ভগীরথ বৈদ্যনাথ নাথের ১১২তম জন্মদিবস পালনের অঙ্গ হিসেবে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করে থাকে পত্রিকা গোষ্ঠী।
পত্রিকা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্ব ভারতে বাংলা সাহিত্যকে প্রতিনিয়ত যারা ঋদ্ধ করে চলেছেন,এমন এক বরেণ্য সাহিত্যিককে প্রতি বছর যুগশঙ্খ পুরস্কারে সম্মানিত করে প্রতিষ্ঠান এই দিনটি পালন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ঊষারঞ্জন ভট্টাচার্য।
অনুষ্ঠানে নানা স্বাদের গান নিয়ে হাজির থাকবে দলছুট। বার্তা ভগীরথ বৈদ্যনাথ নাথ জন্মদিবস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীলোৎপল চৌধুরী এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।