Barak UpdatesBreaking News
যুগশঙখ সাহিত্য পুরস্কার পেলেন হিমাশিস ভট্টাচার্য
Himashish Bhattacharjee gets Jugasankha Literature Award

২৩ মার্চ : শনিবার শিলচরে এক অনুষ্ঠানে বিশিষ্ট গল্পকার হিমাশিস ভট্টাচার্যকে যুগশঙ্খ সাহিত্য পুরস্কার ২০১৯ প্রদান করা হয়েছে। শিলচর বঙ্গভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে তাঁর হাতে স্মারক তুলে দেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক ঊষারঞ্জন ভট্টাচার্য।

পুরস্কার মূল্য হিসেবে এক লক্ষ টাকার চেক তুলে দেন যুগশঙ্খ-এর কর্ণধার বিজয়কৃষ্ণ নাথ। মানপত্র তুলে দিয়েছেন যুগশঙ্খ সম্পাদক অরিজিৎ আদিত্য এবং পুরস্কার হিসেবে একটি কলম প্রাপকের হাতে তুলে দিয়েছেন যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠীর কার্যনির্বাহী সঞ্চালক তথা বার্তা ভগীরথ বৈদ্যনাথ নাথ জন্মদিবস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীলোৎপল চৌধুরী।

যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয়কৃষ্ণ নাথের পৌরোহিত্যে আয়োজিত এ দিনের সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ঊষারঞ্জন ভট্টাচার্য। এই রবীন্দ্র গবেষক এ দিন অনুষ্ঠানে সাহিত্য বিষয়ক এক দীর্ঘ বক্তৃতামালা উপস্থাপন করেন। পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্ত করেন প্রাপক হিমাশিস ভট্টাচার্য। শেষে বক্তব্য রেখেছেন বিজয়কৃষ্ণ নাথ।

এর আগে এ দিন উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন নীলোৎপল চৌধুরী। প্রদীপ প্রজ্জ্বলন ও বার্তা ভগীরথ বৈদ্যনাথ নাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা। অনুষ্ঠানে যুগশঙ্খের সম্পাদকীয় পৃষ্ঠায় লেখা হিমাশিস ভট্টাচার্যের ধারাবাহিক কলাম ‘এই বেশ ভালো আছি’র একটি সংকলন গ্রন্থ উন্মোচন করেন বিজয়কৃষ্ণ নাথ।

এই সংকলনটি প্রকাশের প্রেক্ষাপট বর্ণনা করেন মনোমোহন মিশ্র। সবশেষে ছিল শিলচরের জনপ্রিয় বাংলা গানের দল দলছুট-এর পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান।