NE UpdatesHappeningsBreaking News
তেজপুর বিশ্ববিদ্যালয়ে কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করলেন হিমন্তবিশ্বHimanta reviews Tezpur University’s screening & quarantine centre
১০ মে : স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রবিবার তেজপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের সময় মন্ত্রী এই সেন্টারের যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেছেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সতীর্থ মন্ত্রী পীযুষ হাজরিকা, সাংসদ পদ্মলোচন দাস ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।
I visited and reviewed the Tezpur University's screening & quarantine centre along with MP @pallablochandas MoS @Pijush_hazarika & MLA @TheAshokSinghal.
All medical staff are in state of readiness and infrastructure firmly in place.#AssamCares pic.twitter.com/2uirtsCnMW
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 10, 2020
এই পরিদর্শনের পর মন্ত্রী জানান, বাইরের রাজ্য থেকে যারা আসামে আসছেন, তাঁদের শ্রীরামপুর ও ছাগলিয়া গেট থেকে ভাগ করে পাঁচটি জোনে নিয়ে যাওয়া হচ্ছে। এই জোনগুলো হলো, কোকরাঝাড়, তেজপুর, যোরহাট, গুয়াহাটি ও শিলচর। এই জোনগুলোতে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। কারোর পরীক্ষার পর পজিটিভ রেজাল্ট এলে এই জোনগুলোতে থাকা হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি জনগণকে অযথা আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়েছেন।