NE UpdatesHappeningsBreaking News
রাজা এসেছে নাকি? নগাঁওয়ে গিয়ে জেলাশাসককে হিমন্তের ধমকHimanta rains anger, rebukes DC Nagaon for upholding VIP culture
ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি : মুখ্যমন্ত্রী নগাঁও গিয়ে হেঁটে চলেছেন৷ তাই অন্য সময়ের মতোই তাঁর চলাচলের রাস্তায় সাধারণ জনতার প্রবেশ নিষিদ্ধ হল৷ বন্ধ করে দেওয়া হল সমস্ত যানবাহন৷ বিষয়টি হিমন্ত বিশ্ব শর্মার নজর এড়ায়নি৷
কিছুদিন আগেই দুলিয়াজানে আয়োজিত এসপি সম্মেলনে তিনি বলেছিলেন, অতিরিক্ত দেহরক্ষী ছাড়া কোনও এসপি যদি মুখ্যমন্ত্রীকে নিরাপদে ঘোরাতে পারেন, তবেই বলা যাবে, ওই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক৷ তা জেনেও নগাঁওয়ে কেন তাঁর সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব বাড়ানো হচ্ছে, জেলাশাসক নিসর্গ হিভারেকে ডেকে তাঁকে ধমক লাগান৷ জানতে চান, কোনও রাজা-মহারাজা এসেছে নাকি যে সব রাস্তাঘাট বন্ধ করে রাখতে হবে? কেন তাঁর সফরের জন্য মানুষকে ভুগতে হবে, জানতে চান মুখ্যমন্ত্রী৷ জেলাশাসক কাচুমাচু করে গিয়ে রাস্তা খুলে দিতে বলেন৷
#WATCH Assam CM Himanta Biswa Sarma reprimands DC Nagaon for traffic jam near Gumothagaon on National Highway 37.
He was in the area to lay the foundation stone of a road, earlier today. pic.twitter.com/nXBEXxpu6k
— ANI (@ANI) January 15, 2022
জেলাশাসক রাস্তার ওপর ধমক খেয়ে চরম অস্বস্তি বোধ করলেও সাধারণ জনতা মুখ্যমন্ত্রীর ভাবনাকে সাধুবাদ জানান৷