NE UpdatesAnalyticsBreaking News
সান্ধ্য আইন বহাল থাকুক রাজ্যে : হিমন্তHimanta favours continuation of night curfew
৩০ মে: আসামে ইতিমধ্যে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়ে গেছে। লকডাউন বলতে কিছু নেই এখন। এ কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে, সান্ধ্য আইন আগের মতোই বলবৎ থাকুক। শুক্রবার কেন্দ্র সরকারের কাছে তিনি এই আবেদন রেখেছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তেজপুর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী ড.বিশ্বশর্মা। শিক্ষা-প্রতিষ্ঠান পুনরায় চালুর ব্যাপারে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। দশম ও দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু করা নিয়েও চিন্তাচর্চা চলছে।
আরও বলেন, ১৫ জুনের পর বহিরাজ্য থেকে ফেরা মানুষের সংখ্যা কমবে। তখন স্কুল-কলেজ খোলা নিয়ে ততটা সমস্যা হবে না। শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের কথায়, স্কুল-কলেজ বন্ধ করিয়েছে কেন্দ্রসরকার। ফলে এব্যাপারে রাজ্য স্বাধীনভাবে কোনও সিদ্ধান্ত নিতে যাবে না।