NE UpdatesHappeningsBreaking News

এ এক অন্য হিমন্ত, শপথ নিলেন মুখ্যমন্ত্রী পদে
Himanta Biswa Sarma sworn in as Chief Minister of Assam

ওয়েটুবরাক, ১০ মে: ঠিক ১২টায় রাজ্যপাল জগদীশ মুখি অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হলেন৷ ৫ মিনিট পরেই মুখ্যমন্ত্রী পদের গোপনীয়তা রক্ষার শপথ গ্রহণের জন্য ড. হিমন্ত বিশ্ব শর্মাকে আহ্বান জানানো হয়৷ আজ আর কোনও তাড়াহুড়ো নেই৷ অত্যন্ত ধীরস্থির ভাবে মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ান৷ অপেক্ষা করে থাকলেন রাজ্যপালের কাছ থেকে ‘ময়’  শোনার জন্য৷ মুখির ‘ময়’-এর সূত্র ধরে শপথবাক্য পাঠ করেন ড. শর্মা৷ পরে রাজ্যপাল তাঁকে গামোছা পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে মুখ্যমন্ত্রী পদে বরণ করেন৷

Rananuj

এর পর একে একে মন্ত্রীপদে শপথ নিলেন রঞ্জিতকুমার দাস, অতুল বরা, উর্খাও গোরা ব্রহ্ম, পরিমল শুক্লবৈদ্য, চন্দ্রমোহন পাটোয়ারি, কেশব মহন্ত, রণোজ পেগু, সঞ্জয় কিসান, যোগেন মোহন, অজন্তা নেওগ, অশোক সিঙঘল, পীযূষ হাজরিকা ও বিমল বরা৷

সবাই শপথ নিয়েই যান রাজ্যপালকে শ্রদ্ধা জানাতে৷ পরে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রীকে৷ এ যেন এক অন্য হিমন্ত বিশ্ব শর্মা৷ মন্ত্রীদের অভিবাদন গ্রহণ করছেন, নিজের অভিনন্দন জানাচ্ছেন৷ কিন্তু বসা, দাঁড়ানো, হাসি বিনিময় সবই যেন মাপা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker