SportsBreaking News

এশিয়াডে রুপো জিতলেন হিমা
Hima Das from Assam wins Asian Games Silver in Jakarta

অল্পের জন্য সোনা হারালেন অসম-কন্যা হিমা দাস। মহিলাদের ৪০০ মিটার দৌড়ে মাত্র ০.৫ সেকেন্ড পিছিয়ে থাকার জন্য রুপো জিতলেন। হিমা সময় নিলেন ৫০.৫৯ সেকেন্ড। প্রথম স্থানাধিকারী বাহরিনের সালোয়া নাসেরের লাগে ৫০.০৯ সেকেন্ড।

সোনা না পেলেও হিমা ৪০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড গড়লেন। শনিবার ৫১ সেকেন্ডে দৌড় শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করেন। সঙ্গে ভেঙে দেন ১৪ বছর আগের জাতীয় রেকর্ড। ২০০৪ সালে মনজিত কাউর ৫১.০৫ সেকেন্ডে ৪০০ মিটার দৌঁড়েছিলেন। রবিবার আরও ০.০১ সেকেন্ড কম নিয়ে নিজের রেকর্ডও ছাপিয়ে গেলেন হিমা।

কিছুদিন আগেই ফিনল্যান্ডে আয়োজিত অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে সাড়া ফেলে দিয়েছিলেন হিমা। অন্যদিকে, নাসের ২০১৭-র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন। রবিবার ভারতের নির্মলা শেরনও ৪০০ মিটার দৌড়ের লড়াইয়ে ছিলেন। তবে শেষ করেন চতুর্থ স্থানে থেকে।

৪০০ মিটার পুরুষদের বিভাগেও ভারত রবিবার রুপো জিতে। মোহাম্মদ অ্যানাস ৪৫.৬৯ সেকেন্ডে তাঁর দৌড় শেষ করেন। অথচ ৪৫.২৪ সেকেন্ডের জাতীয় রেকর্ড তাঁরই ঝুলিতে। এমনকী, যোগ্যতা নির্ণায়ক লড়াইয়েও ৪০০ মিটার শেষ করেছিলেন ৪৫.৩ সেকেন্ডে। রবিবারের লড়াইয়ে সোনা জেতেন কাতারের হাসান আবদালেল্লা। তিনি সময় নেন ৪৪.৮৯ সেকেন্ড।

কেরলের বাসিন্দা অ্যানাস তাঁর এশিয়াড পদক রাজ্যের বন্যাদুর্গতদের উতসর্গ করেন।

Eighteen-year-old Hima Das won a silver medal for India in the 400m athletic finals of the 2018 Asian Games by clocking a time of 50.79s. Hima broke a 14-year-old national record in women’s 400m when she clocked 51.00s on the Day 7 of the ongoing Asian Games 2018 in Jakarta on Saturday. The previous national record was set by Manjit Kaur (51.05s) in Chennai in 2004. In the semi-finals, Hima ran with Bahrain’ Salwa Naser who finished the race in only 50.86 seconds.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker