Barak UpdatesHappeningsBreaking News

প্রতিষ্ঠা দিবসে কর্মতৎপর বরাকের সক্ষম

ওয়েটুবরাক. ২০ জুন: সারা দেশের সাথে সঙ্গতি রেখে আজ বরাক উপত্যকায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালিত হয় সক্ষম-র ত্রয়োদশ স্থাপনা দিবস। সক্ষমের দক্ষিণ আসাম প্রান্তের নির্দেশে বরাকের তিন জেলায় দিব্যাঙ্গদের কল্যাণে গৃহীত বিভিন্ন প্রকল্পের কাজে সহযোগিতার সাথে সাথে হোম আইসোলেশনে থাকা কোভিড আক্রান্তদের স্বাস্থ্য নিরীক্ষণের কাজে নিয়োজিত হন সক্ষমের স্বেচ্ছাসেবকরা। কাছাড় জেলার এলেনপুর চা-বাগান স্থিত সন্ত সুরদাস দিব্যাঙ্গ সেবা সমিতির ব্যাবস্থাপনায় এলাকার ১২ জন দুঃস্থ বিধবাদের মধ্যে রেশন বিতরণ করা হয়। এতে সহযোগিতার হাত বাড়ান ঋতুপর্ণা চক্রবর্তী দে। উনার দিদা স্বর্গীয়া শোভা রাণী ভট্টাচার্য্যর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিলচর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে ধলাই সমষ্টির প্রত্যন্ত অঞ্চলে গিিিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। করোনা পরিস্থিতিতে দুঃস্থ মানুষের দৈনন্দিন জীবনের বেহাল অবস্থার কথা চিন্তা করে তিনি এই সিদ্ধান্ত নেন।

আজ যেসকল হিতাধিকারি রেশন গ্রহণ করতে এসেছেন তাদের স্বাস্থ্য নিরীক্ষণ হেতু ব্লাড-প্রেসার, পালস্ রেট, অক্সিজেন স্যাচুরেশন চেক করেন সক্ষম কার্যকর্তা শিল্পী দাস ও রাহুল শীল। কাছাড় জেলার কাপ্তানপুরেও দিব্যাঙ্গদের জন্য ইউ.ডি.আই.ডি এবং কোভিড সহায়তার জন্য সচেতনতা সভা করা হয় । সভায় দিব্যাংগ শিশুদের ইউডিআইডি রেজিস্ট্রেশন করার জন্য এক সমিতি গঠন করা হয় । স্থানীয় দুজন এই কার্ড তৈরির দায়িত্ব নেন । সক্ষমের পক্ষ থেকে অতি শীঘ্রই তাদের ট্রেনিং প্রদান করে কাজ শুরু হবে, উপকৃত হবেন দিব্যাংগরা । সভায় বক্তব্য রাখেন সক্ষমের সম্পাদক মিঠুন রায়৷ উপস্থিত ছিলেন সক্ষমের উপদেষ্টা অমলেন্দু বসাক, প্রান্ত প্রকল্প প্রমুখ বিশ্বরাজ চক্রবর্তী মহাশয় এবং স্থানীয় কে বন্দনা শর্মা  কে করুণামূর্তি মিশ্র,  এইচ দেবাশিস সিংহ৷

তাছাড়া উধারবন্দে ২ জন দিব্যাঙ্গদের ইউ.ডি.আই.ডি রেজিষ্ট্রেশন করা. হয়। করিমগঞ্জ জেলার চেরাগীতে ৪ জন দিব্যাঙ্গ সহ ২২ জন গ্রামবাসীর বি.পি ও অক্সিজেন চেক করা হয়। সক্ষম কার্যকর্তা মনোজ্যোতি দাস তাঁর সাথে  এলাকার জনসাধারণের ঞ্জাতার্থে দিব্যাঙ্গদের জন্য ইউ.ডি.আই.ডি-র গুরুত্ব নিয়ে আলোচনা করেন। হাইলাকান্দি জেলার নারাইনপুর জিপির গাংপার-ধূমকর ৪র্থ খন্ডে বেশ কয়েকজন দিব্যাঙ্গ ভাইবোনদের ইউ.ডি.আই.ডি কার্ড-এর রেজিষ্ট্রেশন করা হয়। এতে অংশগ্রহন করেন সক্ষম কার্যকর্তা গোবিন্দ চন্দ্র নাথ ও অসীম দে । সক্ষমের স্থাপনা দিবস উপলক্ষে আজ করিমগঞ্জ বাচ্চাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় । এভাবে তিন জেলার বিভিন্ন অঞ্চলে ভিন্ন কার্যসূচির মাধ্যমে পালিত হয় সক্ষমের স্থাপনা দিবস৷  জানান সক্ষম উত্তরপূর্ব ভারতের সংগঠক তথা দক্ষিণ আসাম প্রান্তের সম্পাদক মিঠুন রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker