HappeningsBreaking News
পরিচয় মেলেনি মুণ্ডহীন মৃতদেহেরHeadless body of the women still not identified
২০ জুন: মুণ্ড না মেলায় মৃত মহিলার পরিচয় উদ্ধার হয়নি। বুধবার সন্ধ্যায় বনদুর্গা মন্দির থেকে নেমে যাওয়া রাস্তায় এক মুণ্ডহীন দেহ পাওয়া যায়। কাছেই পড়ে ছিল পুজোর সামগ্রী। পুলিশ কমিশনার দীপক কুমার জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই হত্যার সঙ্গে অন্ধবিশ্বাসের যোগ রয়েছে। কিন্তু ঘটনাস্থলে পর্যাপ্ত রক্ত পাওয়া যায়নি। তাতে সন্দেহ করা হচ্ছে, মহিলার মাথা অন্য কোথাও কেটে দেহ কামাখ্যায় ফেলে গিয়েছে।
কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ অবশ্য দাবি করেন, নরবলির সঙ্গে কামাখ্যার যোগ নেই। কারণ কামাখ্যায় মোষ, ছাগল, পায়রাই বলি হয়। নরবলির চল নেই। হিন্দুশাস্ত্রেও নরবলি স্বীকৃত নয়। এ ছাড়া, কামাখ্যায় শুধুমাত্র পুরুষ ছাগল ও মোষই বলি দেওয়া হয়। স্ত্রীলিঙ্গ নিষিদ্ধই। তাই অম্বুবাচীর সময়ে কামাখ্যা মন্দির কলুষিত করতে ও ভাবমূর্তি নষ্ট করতেই এই কাণ্ড ঘটানো হয়েছে বলে অনুমান করছেন তাঁরা।