NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

জোয়াইয়ে শিলচর-গুয়াহাটি বাস দুর্ঘটনার কবলে, বহু যাত্রী জখম
Head-on collision of Guwahati bound bus from Silchar at Jowai, many injured

ওয়েটুবরাক, ৬ এপ্রিলঃ মেঘালয়ে ফের শিলচর-গুয়াহাটি বাস দুর্ঘটনায পড়ল। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন। ঘটনাটি ঘটি জোয়াইয়ের মউরিংনেন এলাকায়। ক্যাপিটেল ট্র্যাভেলসের বাস এএস০১এলসি৬২১৫ নম্বরের বাসটি বুধবার সকালে শিলচর থেকে রওয়ানা হয়েছিল। দুপুরে লাইড্রিমবাইয়ে চালক সহ যাত্রীরা খাওয়া-দাওয়া করেন। পরে রওয়ানা হওয়ার কিছুক্ষণের মধ্যে বেলা সোয়া দুইটায় এই মুখোমুখি সংঘর্ষটি সংঘটিত হয়।

Rananuj

জখম যাত্রীদের মধ্যে অনেকের মাথা ফেটেছে, হাঁটুতে চোট লেগেছে। দুই-একজনের থুতনি থেতলে গিয়েছে। তাদের পাশের ডিসপেনসারিতে নিয়ে প্রাথমিক চিকিতসা করানো হচ্ছে। কারও চোট মারাত্মক নয় বলেই জানা গিয়েছে। চালক পুরো অক্ষত রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker