NE UpdatesHappeningsBreaking News

জিরিবামের তিন গ্রামে উল্টো কার্ফু, রাতে কারও প্রবেশ নিষেধ

ওয়েটুবরাক, ২২ ফেব্রুয়ারিঃ উল্টো কার্ফু জারি হলো মণিপুরের জিরিবাম জেলার তিন গ্রামে। পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে মানুষকে ঘরে আটকে রাখতেই সাধারণত কার্ফু জারি হয়। কিন্তু ওই তিন গ্রামে গ্রামবাসীর চলাফেরায় কোনও বাধানিষেধ নেই। নিষেধাজ্ঞা জারি হয়েছে, সন্ধ্যা ছয়টার পর বাইরের কেউ গ্রামগুলিতে ঢুকতে পারবেন না। সে জন্য গ্রামের সবকটি প্রবেশমুখে পুলিশ পিকেট বসানো হয়েছে।

গত রবিবার রাতে জিরিবামের লাটিংখালে বিজেপি এবং জেডি (ইউ)-র সমর্থকদের মধ্যে মারপিট হয়। লাটিংখালের দুই যুবক অনু নমশূদ্র ও প্রীতম রায় জখম হয়ে হাসাপাতালে চিকিতসাধীন। এর রেশ গড়ায় কাসিমপুরেও। সেখানে বিজেপি-র দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। উত্তেজনা ছড়ায় লালপানি গ্রামেও।

জিরিবামের জেলাশাসক এম চেংলাই জানিয়েছেন, এটা আসলে কার্ফু নয়। পুলিশের রিপোর্টের ভিত্তিতে 144 ধারার অধীনে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই নির্দেশিকায় সন্ধ্যা ছয়টা থেকে বারো ঘণ্টা বাইরের কেউ গ্রামগুলিতে ঢুকতে পারবেন না। গ্রামবাসীদের চলাচলে আপত্তি না থাকলেও রাতে তাদের গ্রাম থেকে বেরনো বারণ করা হয়েছে। পরিস্থিতি পুরো স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জেলাশাসক জানিয়েছেন।

জিরিবাম জেলার একমাত্র আসনটিতে বর্তমান নির্দল বিধায়ক আসাবুদ্দিন এ বার জেডি(ইউ) টিকিটে লড়ছেন। বিজেপি প্রার্থী এন বুদ্ধচন্দ্র সিংহ। বদরুর রহমান কংগ্রেস প্রার্থী। সীমা লাগোয়া বলে বরাক উপত্যকার নেতারা জিরিবামের নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। মঙ্গলবার জখরাডহরে বক্তৃতা করছেন অসমের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রবিবার সভা করেছেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker