India & World UpdatesBreaking News

ICJ orders Myanmar to prevent Rohingiya genocide
রোহিঙ্গাদের রক্ষা করতে সুকি প্রশাসনকে বলল আন্তর্জাতিক আদালত

২৩ জানুয়ারি: রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) আং সান সু কি প্রশাসনকে বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, রোহিঙ্গাদের রক্ষা করতে কড়া ব্যবস্থা নিতে হবে তাদের। সেনাবাহিনী ব্যবহার করে বা অন্য কোনও ভাবে রোহিঙ্গাদের হত্যা চালানোর মতো পদক্ষেপ বন্ধ করতে হবে৷ সেজন্য ‘ক্ষমতা অনুযায়ী সবরকম ব্যবস্থা’ নিতে মায়ানমারকে নির্দেশ দিয়েছে আইসিজে।

২০১৬ সালের অক্টোবর মাস থেকেই রোহিঙ্গা মুসলিমদের উপর ধারাবাহিক ভাবে নির্যাতনের অভিযোগ উঠতে থাকে। যত দিন গড়াতে থাকে ততই বাড়তে থাকে অভিযোগের তালিকা। ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মায়ানমারের নেত্রী সু কি৷ কিন্তু সেই সু কি সরকারের সেনার বিরুদ্ধেই রোহিঙ্গাদের খুন এবং উৎখাত, বিচারবহির্ভূত হত্যা, ধর্ষণ, তাদের ঘরবাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার মতো অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে মুখ খোলে ৫৭টি দেশের মিলিত মঞ্চ, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। ওই আন্তর্জাতিক মঞ্চের তরফে গাম্বিয়াই রোহিঙ্গা ইস্যুটিকে রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ আদালতের গোচরে নিয়ে আসে। আফ%

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker