Barak UpdatesHappeningsBreaking News
Had Swami Vivekananda been alive, the British would have also hanged him, says Swami Ganadhishanandaস্বামীজি বেঁচে থাকলে ব্রিটিশরা তাঁকেও ফাঁসি দিত, বললেন স্বামী গণধীশানন্দ
বিবেকানন্দ কেন্দ্রের রাজ্য ভিত্তিক যুবা ব্যক্তিত্ব বিকাশ শিবির শিলচরে
১২ জানুয়ারি: ইংরেজদের জন্য ভারত একজোট হয়েছিলো l তারা যদি এখানে না আসত তা হলে ভারত স্বাধীনতার জন্য এক হতো না l স্বামী বিবেকানন্দও ছিলেন স্বাধীনতা সংগ্ৰামী৷ তিনি যদি দেহ ত্যাগ না করতেন তা হলে বিট্রিশরা তাকেও ফাঁসিতে ঝোলাতো l শনিবার শিলচর রামনগরে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে অসম রাজ্য ভিত্তিক তিন দিবসীয় যুবা ব্যক্তিত্ব বিকাশ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ l
তিনি বলেন, চার বছরে গোটা দেশ ভ্রমণ করে স্বামী বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন ভারতের আসল সমস্যাটা কীl গোটা ভারতের একদিকে দারিদ্র্য, আর্থিক দুর্বলতা অন্যদিকে জাতিভেদ প্রথা সহ নানা সমস্যা৷ এসবের বিরুদ্ধে দেশের প্ৰত্যেককে এক জোট হতে বলেনl আমেরিকার চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়ে বিবেকানন্দ যে জ্বালামুখী ভাষণ দিয়েছিলেন, গণধীশানন্দ মহারাজ এর উল্লেখ করেন৷ বলেন, সেই ভাষণের মাধ্যমেই গোটা বিশ্ব ভারতকে জানতে পেরেছে l স্বামীজির লেখা বই পড়ে দেশের স্বাধীনতাসংগ্রামীরা নিজেদেরকে দেশের জন্য সমর্পণ করেছিলেন৷ আর দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করেছিলেন l ব্রিটিশরা স্বামীজির উপর এবং বেলুড় মঠের উপর বিশেষ নজর রাখার জন্য গুপ্তচর নিয়োগ করেছিলো l কিন্তু স্বামী বিবেকানন্দ এর পর বেশিদিন বাঁচেননি৷ যদি বেঁচে থাকতেন তা হলে ব্রিটিশরা তাকেও ফাঁসি দিতো৷
শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ উপস্থিত যুবাদের জগৎ ও মানবসেবা করে যেতে পরামর্শ দেন৷ তিনি বলেন, তাহলেই সমাজ তোমাদের মনে রাখবে৷ যেমন স্বামীজিকে ভারত সহ গোটা বিশ্ব আজও মনে রেখেছে৷
সভায় বিশিষ্ট শিল্পপতি মূলচাঁদ বৈদ বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর বিভিন্ন মানবকল্যাণ মূলক কাজের বিভিন্ন তথ্য তুলে ধরেন l বিবেকানন্দ কেন্দ্রের অসম প্রান্তের যুবাপ্রমুখ কমলাকান্ত বলিয়ার সিং কন্যাকুমারীতে কীভাবে বিবেকানন্দ শিলা স্মারক গড়ে উঠলো তার বিস্তারিত তুলে ধরেন l ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন শিলচর বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের পরিচালনা সমিতির সহ সভাপতি বিশিষ্ট চিকিৎসক সুজিৎ নন্দীপুরকায়স্থ৷ সঞ্চালনায় ছিলেন প্রশান্ত চক্রবর্তী l
শনিবার রাজ্যভিত্তিক যুবা ব্যক্তিত্ব বিকাশ প্ৰশিক্ষণ শিবির সূচনা হয়েছেl চলছে বরাক উপত্যকা সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের নানা কার্যসূচি৷