NE UpdatesHappeningsBreaking News

Guwahati-Silchar- Guwahati SpiceJet cancelled for 10 days
স্পাইসজেটের গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি বিমান দশ দিনের জন্য বাতিল

ওয়েটুবরাক, ৩১ জুলাই ঃ স্পাইসজেটের গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি বিমানটি আগামী দশদিনের জন্য বাতিল করা হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার স্থানীয় কর্তারা জানিয়েছেন, তবে স্পাইসজেটের অন্যান্য বিমান যথারীতি চলবে। সেগুলি হল, সপ্তাহের প্রতিদিন কলকাতা-শিলচর-কলকাতা বিমান সকাল আটটায় অবতরণ করে সাড়ে আটটায় উড়ে যাবে। চেন্নাই-শিলচর-চেন্নাই বিমান প্রতিদিন সকাল সাড়ে নয়টায় এসে দশটায় শিলচরের রানওয়ে ছাড়বে।

এ ছাড়া, এয়ার ইন্ডিয়ার কলকাতা-শিলচর-কলকাতা বিমান যথারীতি সকাল সাতটায় এখানে আসবে। চল্লিশ মিনিট পরে এখান থেকে রওয়ানা হবে। ইন্ডিগো-র পাঁচটি বিমান শিলচরে আসা-যাওয়া করে। গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এ-৩২০ বিমান রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল দশটায় শিলচরে আসে। ছাড়ে চল্লিশ মিনিট পরে। শিলং-শিলচর-শিলং এ-৬০০ বিমানও রবি, মঙ্গল ও বৃহস্পতিবার চলাচল করে। বেলা ১১টায় এসে ১১টা ২০ মিনিটে শিলচর ছাড়ে। কলকাতা-শিলচর-কলকাতা এ-৩২০ দুটি বিমান চলাচল করে। একটি  সপ্তাহের প্রতিদিন বেলা ১টা ২৫ মিনিটে এসে আধঘণ্টা পরে উড়ে যায়। অন্যটি রবি, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে এসে ১২টা ১০ মিনিটে শিলচর থেকে রওয়ানা হয়। ওই চারদিন বেঙ্গালুরু-শিলচর-বেঙ্গালুরু বিমানও চালায় ইন্ডিগো। সেটি বেলা ১২টা ৩৫ মিনিটে শিলচরের রানওয়ে স্পর্শ করে, পরে ১টা ৫ মিনিটে যাত্রী নিয়ে ফের উড়ে যায়। অগস্টে এই সবকটি বিমান পুরনো সূচি অনুসারেই চলাচল করবে বলে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার শিলচর ওএসডি অর্ণব দাস জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker