NE UpdatesHappeningsBreaking News
নতুন আরও ২৫, নাগাল্যান্ডে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,২৪৫
৯ সেপ্টেম্বর : উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম পাহাড়ি রাজ্য নাগাল্যান্ডে অতিমারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,২৪৫-এ। গত ২৪ ঘণ্টায় নাগাল্যান্ডে নতুন ২৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্ৰান্তের সংখ্যা ৪,২৪৫ জন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
নাগাল্যান্ডের স্বরাষ্ট্র বিভাগের প্রধান সচিব অভিজিত্ সিনহা জানিয়েছেন, রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত ২৫ জনের মধ্যে ২১ জন কোহিমা, ২ জন মন এবং একজন করে মোকোকচং এবং ফিকিরে জেলার। প্রধান সচিবের বক্তব্য অনুযায়ী, নাগাল্যান্ডে করোনায় আক্ৰান্ত মোট ৪,২৪৫ জনের মধ্যে ৩,৭২৮ জন চিকিত্সার মাধ্যমে আরোগ্য লাভ করেছেন। রাজ্যে বৰ্তমানে ৪৯৬ জন সক্ৰিয় কোভিড রোগী চিকিত্সাধীন। এছাড়া করোনা অতিমারির হামলায় পাহাড়ি রাজ্যে এ পর্যন্ত ৮ জনের মৃত্যু ঘটেছে। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, নাগাল্যান্ডে করোনা আক্ৰান্তদের মধ্যে ১,৮২৩ জন সামরিক বাহিনীর, ১,৩১২ জন বহিঃরাজ্য থেকে আসা এবং ৩০৯ জন করোনা যোদ্ধা রয়েছেন।