India & World UpdatesHappeningsBreaking News
গুলশন মামলার সাজা ঘোষণা, ৭ জনকে মৃত্যুদণ্ডের আদেশ আদালতেরGulshan case: 7 awarded death sentence in Bangladesh
২৭ নভেম্বর : ২০১৬ সালে ঢাকার গুলশনে হোলি আর্টিজেন বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় সাতজনকে ফাঁসির নির্দেশ দিল ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ আদালত। তবে প্রমাণের অভাবে একজনকে বেকসুর খালাস করা হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া এই সাত জন হল কিবুল ইসলাম রিগ্যান ওরফে রাফিউল ইসলাম, রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আসলাম হোসেন ওরফে র্যাশ, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মোহাম্মদ হাদিসুর রহমান সাগর ওরফে সাগর, মামুনুর রশিদ রিপন, শরিফুল ইসলাম খালেদ। আর খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড়ো মিজান।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে ভয়ংকর জঙ্গি হামলা স্তম্ভিত করেছিল পুরো বাংলাদেশকে। গত বছর ২৬ নভেম্বর এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলায় গত এক বছরে ১১৩ জন সাক্ষীকে হাজির করাতে পেরেছিল বাংলাদেশ সরকার। তাঁদের মধ্যে ছিলেন নিহত পুলিশ সদস্যদের স্বজন, হামলা প্রতিহত করতে গিয়ে আহত পুলিশ, হোলি আর্টিজান বেকারির মালিক ও কর্মী-সহ আরও অনেকে।
হোলি আর্টিজেনের ওই হামলায় নিহত হন মোট কুড়ি জন। এঁদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক অভিযান চালিয়েছে ঢাকা-সহ দেশের বিভিন্ন জায়গায়, ভেঙে দিয়েছে জঙ্গিদের অনেক আস্তানা। এসব অভিযানে নিহত হয়েছেন হোলি আর্টিজান বেকারিতে হামলার প্রধান পরিকল্পনাকারী তামিম চৌধুরী সহ জড়িত গুরুত্বপূর্ণ আট জঙ্গি।