India & World UpdatesHappeningsBreaking News
কাশ্মীরে বাসস্ট্যান্ডে গ্রেনেড, জখম ১৫
Grenade blast at bus stand in Kashmir, 15 injured

২৮ অক্টোবরঃ সোমবার কাশ্মীরের সোপোর বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। তাতে ১৫ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তাঁরা। সে সময়েই গ্রেনেডটি এসে পড়ে। গত ২৬ অক্টোবর শ্রীনগরের করননগর এলাকায় নিরাপত্তারক্ষীদের উপর গ্রেনেড হামলা চালিয়েছিল জঙ্গিরা। ৬ জন নিরাপত্তারক্ষী জখম হন। একই কায়দায় এ দিন বারামুলা জেলার সোপোরে হামলা চালাল জঙ্গিরা।