Barak UpdatesIndia & World UpdatesHappenings

শিলচরেও বেসরকারি ক্যাথ ল্যাব, হচ্ছে এনজিওপ্লাস্টি-এনজিওগ্রাম
Green Heals, Valley, South City comes together to start pvt Cath lab in Silchar

ওয়েটুবরাক, ২ মে : গ্রিন হিলস, ভ্যালি এবং সাউথ সিটি তিন বেসরকারি হাসপাতাল জোট বেঁধে বরাক উপত্যকার চিকিৎসা ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছে। তৈরি করেছে ত্রিদেব ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস।

রুদ্রনারায়ণ গুপ্ত, নীলাভ মজুমদার মৃদুল, সুতপা ভট্টাচার্য, এন গোয়ালা সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানান, ত্রিদেব ইনস্টিউটে রবিবার থেকেই হৃদরোগের আধুনিকতর চিকিৎসা শুরু হয়েছে৷ গত চব্বিশ ঘণ্টায় সেখানে তিনটি এনজিওপ্লাস্টি এবং তিনটি এনজিওগ্রাফি হয়েছে৷

মৃদুলবাবু বলেন, “এই পরিসংখ্যান নতুন হাসপাতালের কৃতিত্ব প্রদর্শনে নয়, ওই পাঁচ-ছয়জন রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে গিয়েছে, সেই সুখবরটা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই৷” তিনি জানান, রবিবার সকালে বুকের ব্যথায় ছটফট করছিলেন একজন,  কার্ডিলজিস্ট সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলেন৷ তাঁর ৯৫ শতাংশ ব্লক ছিল৷ দুটো স্ট্যান্ট লাগানো হয়েছে৷ ক্যাথল্যাব না থাকলে তাঁর কী হতো, বলা মুশকিল ছিল৷

সুতপা ভট্টাচার্য বলেন, “রুদ্র প্রস্তাবটা দিতেই লুফে নিলাম৷ কারণ বেসরকারি উদ্যোগে এটি প্রথম ক্যাথল্যাব৷”
রুদ্র জানান, “দুই-তিন বছর আগেই কথা শুরু হয়েছিল৷ করোনা একটু পিছিয়ে দিল৷ সঙ্গে কার্ডিওলজিস্ট আসতে চাইছিলেন না৷ ক্যাথল্যাব নেই৷ ভাবলাম, ক্যাথল্যাব হলে ডাক্তার মিলবে৷ তাই মেশিন অর্ডার দিলাম৷” তাঁর কথায়, রবিবারের দিনটি বরাকের সরকারি-বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের সোনালি দিন৷ ইমরানা সুলতানা নামে এক রোগী প্রথম এই ক্যাথল্যাবের সুবিধা নেন৷

রুদ্র বলেন, বাবার (ডা. রাহুল গুপ্তে)-র ইচ্ছে ছিল, চিকিৎসাক্ষেত্রে আধুনিকতার সঙ্গে শিলচরকে জড়িয়ে রাখবেন৷ দীনেশপ্রসাদ গোয়ালাও তাই চাইতেন৷” এখন ত্রিদেবের লক্ষ্য, ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, নিউরো সার্জারি, নেফ্রো ও ইউরোসার্জারি ইত্যাদি ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker