Barak UpdatesHappeningsBreaking News

Green flag hoisted instead of tricolour on R. Day in Cachar, 9 arrested
প্রজাতন্ত্র দিবসে কাছাড়ে সবুজ পতাকা, ধৃত ৯

২৭ জানুয়ারি: জাতীয় পতাকার বদলে প্রজাতন্ত্র দিবসে সবুজ পতাকা তুলল কিছু যুবক৷ কাছাড় জেলার বুধুরাইলে রাষ্ট্রবিরোধী স্লোগানও দেয়৷ স্থানীয় জনতা থানায় খবর দিলে পুলিশ ৯ যুবককে গ্রেফতার করে৷ তারা কেউ এলাকার স্থায়ী বাসিন্দা নয়৷ বুধুরাইলের এক অ্যালুমিনিয়ামের বাসন তৈরির কারখানায় কাজ করে৷ থাকে ওই এলাকারই এক ভাড়াঘরে৷
পুলিশ জানিয়েছে, সবুজ গামছাকে পতাকা বানিয়ে তুলেছিল এরা৷ কী উদ্দেশ্য, বিশেষ কোনও সংগঠনের সদস্য কিনা, জঙ্গিযোগের সম্ভাবনা ইত্যাদি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে৷

Rananuj

স্থানীয় জনতা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানান৷ ধৃত ফয়েজ উদ্দিন, আলি হোসেনরা অবশ্য জানায়, স্রেফ মজা করছিল তারা৷ সবদিকে পতাকা তোলা হচ্ছিল দেখে একজন বলে, চল পতাকা তুলি৷ কাছেই ছিল কার একটা সবুজ গামছা৷ ওটাই বাঁশে বেঁধে দেয়৷ পুলিশ অবশ্য একে এত সহজ ব্যাপার মনে করছে না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker