Barak UpdatesHappeningsCultureBreaking News
উদয়ন সংঘের রবীন্দ্রজয়ন্তীতে কচিকাঁচারা নজর কাড়ে
ওয়েটুবরাক, ৯ মে : বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে কবিগুরু রবি ঠাকুরের ১৬২-তম জন্মজয়ন্তী পালিত হলো উদয়ন সংঘে। সংঘের সাংস্কৃতিক শাখা পরিচালিত এই অনুষ্ঠানে যৌথভাবে পৌরোহিত্য করেন সহ-সভাপতি বাসুদেব শর্মা ও সম্পাদক কল্যাণ চন্দ্র ধর। কবিগুরুর বন্দনা থেকে আরম্ভ করে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, ও রবীন্দ্র নৃত্যে মেতে ওঠেন মালুগ্রামবাসী।
কচিকাঁচাদের রবীন্দ্রনৃত্য ছিল অতুলনীয় ৷ দ্বিতীয় শ্রেণীর ছাত্রী হৃতন্যা শর্মার প্রতিভায় চমক লাগে সবার। দলগত রবীন্দ্র নৃত্যে অংশ নেয় জয়িতা দাস , মণিকা দাস, দিশা দাস প্রমুখ। কবিরচিত জাতীয় সঙ্গীতে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সমাপ্ত হয় প্রায় ৩ ঘণ্টা ব্যাপী অনুষ্ঠান। উদয়ন সংঘের সভাপতি শান্তনু দাস অনুষ্ঠানের সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানান ।