Barak UpdatesHappeningsBreaking News

Govt performs last rites of COVID patient in Hailakandi
সরকারই কবরস্থ করল ফয়জুল হককে

১০ এপ্রিল: করোনায় মৃত ফয়জুল হক বড়ভুইয়ার শেষকৃত্য সম্পন্ন হল৷ ধর্মীয় বিধি মেনে জানাজার নামাজের পরই তাঁকে কবরস্থ করা হয় ৷ সরকারি তরফে অন্ত্যেষ্টি হলেও জানাজার আয়োজন হয় পারিবারিক তরফে৷ সামাজিক দূরত্ব সহ যাবতীয় কোভিড প্রটোকল মেনে উপস্থিত ছিলেন একজন ইমাম এবং কয়েকজন আত্মীয়-বন্ধু৷ পরিবারের লোকজন সবাই বিশেষ পর্যবেক্ষণে থাকায় কোয়রান্টাইন শিবিরের দোতলা থেকে শেষশ্রদ্ধা জানান৷

Rananuj

বৃহস্পতিবার রাত ১টা ৫৪ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন ৬৫ বছর বয়সী ফয়জুল হক৷ শিলচর মেডিক্যাল কলেজ থেকে ভোর ৫টায়  হাইলাকান্দিতে নিয়ে যাওয়া হয়৷ শহর থেকে ১০ কিলোমিটার দূরে ইটরকান্দিতে সরকারি ব্যবস্থাপনায় তাঁকে কবরস্থ করা হয়৷

হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জল্লি জানান, তিন স্তরের এয়ার টাইট ব্যাগে মৃতদেহ হাইলাকান্দিতে নিয়ে যাওয়া হয়েছিল৷ এ ছাড়াও, করোনায় মৃতের দেহ সৎকারের জন্য বিশ্বমানের যে সব ব্যবস্থা রয়েছে, হাইলাকান্দিতেও সবই অনুসরণ করা হয়েছে৷ এ নিয়ে আতঙ্কের কিছু নেই৷ অহেতুক কেউ যেন আতঙ্ক বা গুজব না ছড়ান, সে ব্যাপারে সকলকে সতর্ক করে দেন তিনি৷

April 10: The COVID-19 patient from Hailakandi breathed his last at Silchar Medical College & Hospital (SMCH) on Thursday late night. Keerthi Jalli, Deputy Commissioner of Hailakandi took to social media and wrote, “t is informed with deep regret that Shri Foizul Barbhuiyan (age:65) has expired due to Covid 19. Due to his advanced age, pneumonia developed quickly in his lungs affecting his Oxygen Saturation levels. SMCH doctors immediately shifted him to ICU and put him on ventilator and tried very hard but were unfortunately unsuccessful. His remains were then brought back by our health team following the strictest norms of decontamination in a world class, airtight 3 layered bodybag.”

She further informed, “His family has been informed and is being taken care of. Janaza was conducted under leadership of Imam including offering of shroud. His burial was attended by relatives and friends whilst practising social distancing and all precautionary measures. People handling him were in PPE with all precautions. His mortal remains were buried following all religious practices.”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker