India & World UpdatesHappeningsBreaking News

ইতালিতে আটক ২১১ পড়ুয়া ফিরল দেশে
Govt brings home 211 Indian students from Italy

১৫ মার্চ : বিশ্বজুড়ে মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। চিনের পরেই সবথেকে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি ও ইরান। ইরানে আটক ভারতীয়দের আগেই উদ্ধার করা হয়েছিল। এবার ইতালিতে আটক ২১১ পড়ুয়াকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে দেশে।

এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করে ইতালির মিলান থেকে ২১১ পড়ুয়া ও আরও ৭ জনকে উদ্ধার করে ভারতে আনা হয়েছে। রবিবার সকালেই দিল্লিতে নেমেছে এই বিমান। উদ্ধার করে আনা প্রত্যেককে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের পরীক্ষার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই উদ্ধার কাজের জন্য ইতালির প্রশাসন, কেন্দ্র সরকার ও এয়ার ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়েছে ইতালির ভারতীয় দূতাবাস। একটি টুইট করে তারা জানিয়েছে, “২১১ পড়ুয়া ও আরও ৭ জনকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে মিলান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। যাঁরা এই কাজে সাহায্য করেছেন, তাঁদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। ভারতীয় দূতাবাস ইতালিতে থাকা ভারতীয়দের জন্য এরপরেও কাজ করে যাবে।”

ইতালি ছাড়াও ইরান থেকে ২৩৪ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের প্রথমে রাজস্থানে ভারতীয় সেনার তত্ত্বাবধানে একটি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল। সেখানে পরীক্ষার পরে রবিবার সকালে তাঁদের দিল্লিতে উড়িয়ে আনা হয়েছে।

করোনা ভাইরাসের প্রভাবে ইতালির পরিস্থিতি ভয়াবহ। ইতিমধ্যেই সেখানে ১৪১১ জন এই মারণ ভাইরাসের শিকার হয়েছেন। শুধুমাত্র শনিবার এই দেশে ১৭৫ জনের মৃত্যু হয়েছে। গোটা দেশজুড়ে হু হু করে ছড়াচ্ছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে এই মুহূর্তে করোনা ভাইরাসের এপিসেন্টার হল ইউরোপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker