India & World UpdatesHappeningsBreaking News

Governor leaves Calcutta Univ convocation due to CAA protests
সমাবর্তনে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও ফিরতে হল রাজ্যপালকে

২৯ জানুয়ারি: যাদবপুরের পর কলকাতা বিশ্ববিদ্যালয়েও রাজ্যপালকে ঘিরে ওই এক দৃশ্য৷ সমাবর্তনে গিয়ে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের বিক্ষোভে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনখড়কে ফিরে যেতে হল৷ আচার্য মঞ্চে উঠতে না-পারায় এ দিন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাতে সাম্মানিক ডি-লিট তুলে দেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। পরে রাজ্যপাল টুইটে জানান, এ দিন যে-ভাবে তাঁকে আটকানো হয়েছে, সেই গোটা ঘটনাই সাজানো। এবং এটা রাজ্য প্রশাসনেরই ব্যর্থতা।

Rananuj

সমাবর্তনে যোগ দিতে বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ রাজ্যপালের কনভয় নজরুল মঞ্চের সামনে পৌঁছায়৷ ‘নো এনআরসি’, ‘নো সিএএ’ লেখা পোস্টার হাতে বিক্ষোভ শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। গাড়ি হলের সামনে পৌঁছলে নামতে বাধা দেওয়া হয় রাজ্যপালকে। তুমুল বিক্ষোভ চলে গাড়ি ঘিরে। ‘রাজ্যপাল গো ব্যাক’, ‘পদ্মপাল গো ব্যাক’ স্লোগান ওঠে মুহুর্মুহু। কিছুক্ষণ পরে রাজ্যপাল বিক্ষোভের মধ্যেই হলের পিছন দিকে চলে যান। হলের ভিতরেও শুরু হয় বিক্ষোভ। ‘লজ্জা, লজ্জা’, ‘ছি ছি’ ইত্যাদি ধিক্কার-ধ্বনি দিতে দিতে রাজ্যপালকে ফিরে যেতে বলেন বিক্ষোভকারীরা। তাঁদের হাতে ছিল ধনখড়-বিরোধী নানা পোস্টার৷ বিক্ষোভকারীরা বলতে থাকেন, রাজ্যপালকে কোনও ভাবেই মঞ্চে উঠতে দেওয়া হবে না।

ধনখড় গ্রিনরুমে গিয়ে অভিজিৎবাবুর পাশেই বসেন। উপাচার্য তাঁকে বলেন, পড়ুয়ারা জানিয়ে দিয়েছেন, তিনি মঞ্চে গেলে তাঁরা ডিগ্রি নেবেন না। ফিরে যান রাজ্যপাল৷

মঞ্চের সামনে তুমুল বিক্ষোভ চলতেই থাকে। কিছু পরে উপাচার্য গিয়ে বলেন, ‘‘রাজ্যপাল আসবেন না। আমাদের সমাবর্তনের শোভাযাত্রা করতে দিন।’’  শান্ত হন বিক্ষোভকারীরা। শুরু হয় সমাবর্তন। উপাচার্য সাম্মানিক ডি-লিট তুলে দেন অভিজিৎবাবুর হাতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অভিজিৎবাবু দীক্ষান্ত ভাষণে বলেন, ‘‘এ আমার কাছে ভীষণ বিশেষ মুহূর্ত। এ আমার ঘরে ফিরে আসা।’’

ধনখড় ফিরে গিয়েছেন শুনে প্রেক্ষাগৃহে বেশ কয়েক জন উঠে দাঁড়িয়ে বলতে থাকেন, তাঁরা পদক নেবেন রাজ্যপালের হাত থেকেই। তাঁরা রাজ্যপালকে চান। কেউ কেউ বলেন, যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের সকলেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নন।

রাজ্যপালকে ঘিরে এ দিনের বিক্ষোভ নিয়ে দু’রকম মত উঠে এসেছে। এ দিন সুধীন্দ্রচন্দ্র চক্রবর্তী স্মারক পদক পেলেন আমেরিকার জন্‌স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বের অধ্যাপিকা বীণা দাস। তিনি বলেন, ‘‘যে-বিষয়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছিল, তা নিয়ে দেশ জুড়েই আন্দোলন চলছে। উপাচার্য প্রকৃত শিক্ষকের মতোই বিষয়টি সামলেছেন।’’ আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মারক পদক পান সিএসআইআর-এর প্রাক্তন অধিকর্তা সমীরকুমার ব্রহ্মচারী। তিনি বলেন, ‘‘আন্দোলন ছাত্রেরা করতেই পারে। কিন্তু সমাবর্তন মঞ্চ আন্দোলন করার জায়গা নয়।’’ মনোরঞ্জন ব্যাপারী পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্মারক পদক।

রাজ্যপাল ফিরে গিয়ে কয়েকটি টুইট করেন। অভিজিৎবাবুর সঙ্গে দেখা করে তাঁর কত ভাল লেগেছে, টুইটে তা তুলে ধরেন ধনখড়। রাজ্যপাল আগে বলেছিলেন, অভিজিৎবাবুর সাম্মানিক ডি-লিটের মানপত্রে তিনি সই করবেন সমাবর্তনের দিনে। এ দিন প্রাপকের সামনেই সই করেন তিনি। টুইটে জানান, অভিজিৎবাবুর বিনম্র আচরণ তাঁকে স্পর্শ করেছে।

এ দিনের বিক্ষোভ সম্পর্কে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা তো চাই, রাজ্যপালের আসন যেন কালিমালিপ্ত না-হয়। কিন্তু উনি যদি সেটা বজায় রাখতে না-পারেন, তা হলে আমাদের কী করার আছে!’’

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে এর পরে হয়তো উপাচার্য, অধ্যাপকেরাও সমাবর্তনে যেতে পারবেন না! ‘‘প্রশাসন কি অরাজকতা তৈরি করতে চাইছে? কিছু উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রী ক্যাম্পাস নিয়ন্ত্রণ করছে। এর পরেও কি শিক্ষামন্ত্রীর ওই পদে থাকার অধিকার আছে,’’ প্রশ্ন তোলেন দিলীপবাবু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker