Barak UpdatesBreaking News

করিমগঞ্জ সীমান্তে এসে দেওয়ালি উদযাপন করলেন সস্ত্রীক রাজ্যপাল
Governor along with his wife celebrates Diwali in Karimganj border

২৭ অক্টোবরঃ ভারত-বাংলা সীমান্তে এসে বিএসএফ জওয়ানদের সঙ্গে দেওয়ালি উদযাপন করলেন রাজ্যপাল জগদীশ মুখি। বিকেলে তিনি করিমগঞ্জ জেলার সুতারকান্দিতে যান। আমন্ত্রণ করে আনা হয় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) জওয়ানদের। তাঁর উপস্থিতিতেই বিএসএফের পক্ষ থেকে বিজিবি কমান্ড্যান্টের হাতে মিস্টির প্যাকেট তুলে দেওয়া হয়। পরে জওয়ানদের বাজি পোড়ানো উপভোগ করেন সস্ত্রীক রাজ্যপাল।

সেখানে সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজ্যপাল মুখি বলেন, সীমান্ত সুরক্ষিত থাকলেই অন্য সব নিরাপত্তা রক্ষীরা ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারেন। তাই সীমান্ত রক্ষীদের দায়বদ্ধতার জায়গাটা অন্য সকলের চেয়ে বেশি।

বর্তমান কেন্দ্র সরকার নিরাপত্তা সংস্থাগুলির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করে চলেছে। এই মন্তব্য করে মুখি বলেন, চিনের বিরুদ্ধে যুদ্ধের সময় অস্ত্রশস্ত্রের অভাবে অনেককে শহিদত্ব বরণ করতে হয়েছে। এখন সেই দিন নেই। সরকার অস্ত্রশস্ত্র সহ সুরক্ষার জায়গায় বেশ মনোযোগী। একে একে .তাদের দাবি-দাওয়া মিটিয়ে দেওয়া হচ্ছে।

তিনি প্রসঙ্গক্রমে দেশের অর্থব্যবস্থার কথাও উল্লেখ করেন। বলেন, বিশ্ব জুড়েই এই সময়ে  মন্দা এসেছে। তাই বলে ভারতের অর্থনীতি নিয়ে উদ্বেগের কারণ  নেই। বরং এই সময়ে দ্রুতগতিতে এগিয়ে চলা রাষ্ট্রগুলির অন্যতম ভারত। কিছুদিনের মধ্যে সমালোচকরা উপযুক্ত জবাব পেয়ে যাবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker