India & World UpdatesHappeningsBusiness
ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে জুড়ল গুগলGoogle partners with Digital India programme
১৩ জুলাই: এবারে ডিজিটাল ইন্ডিয়া’র সঙ্গে জুড়ে গেল গুগল। ভারতে ১ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের কথাও জানিয়ে দিল এই সংস্থা। গুগলের সিইও সুন্দর পিচাই এই ঘোষণা দেন সোমবার। তিনি এও জানান, যে সরকারের ডিজিটাল ইন্ডিয়া পরিকল্পনার সঙ্গে জুড়তে পেরে গর্ব অনুভব করছে গুগল। সুন্দর জানিয়ে দেন, ইক্যুইটি ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ, অপারেশনাল, পরিকাঠামোগত এবং ইকোসিস্টেম ইনভেস্টমেন্টে এই বিনিয়োগ করবে গুগল।
‘ষষ্ঠ গুগল ফর ইন্ডিয়া’ আয়োজনের আগে আজ গুগল এর সিইও’র সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। টুইটে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে গুগলের ইতিবাচক পদক্ষেপকে সাধুবাদ জানা। ডিজিটাল ইন্ডিয়ায় নিজেদের বিনিয়োগের সিদ্ধান্ত সম্পর্কে টুইট করেন সিইও সুন্দরও।