Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দিতে আধার এনরোলমেন্ট সেন্টার পুনরায় চালু

ওয়েটুবরাক, ১ আগস্ট : হাইলাকান্দি জেলায় ৫৪টি আধার এনরোলমেন্ট সেন্টার পুনরায় চালু করা হয়েছে l জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, হাইলাকান্দি রেভিনিউ সার্কেলের মধ্যে মোট ১৪টি নতুন আধার সেন্টার স্থাপন করা হয়েছে l এর মধ্যে রয়েছে হাইলাকান্দি শহরের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ৬২৭ নং হরিজন প্রি-প্রাইমারি স্কুল, রতনপুর ভেটেরিনারি হসপিটাল, শিরিসপুরের চুনিবস্তি এলপি স্কুল , ৫৪৩ নং বাইকান্দি গার্ডেন এলপি স্কুল, ভিচিংছা এমই স্কুল, ৮২৪ নম্বর সৈদপুর এএস এলপি স্কুল, বোয়ালিপারের আইসিএমসি হাই স্কুল, ৫২৮ নং শিরিসপুর বাগান এলপি স্কুল, হাইলাকান্দির বিজয়ন মন্দির, ব্রজপুর এমভি স্কুল, বেসিক চৌরঙ্গীর ১৪০ নং নারায়ণপুর এলপি স্কুল, মাটিজুরি হাই স্কুল, হাইলাকান্দি পাবলিক হাই স্কুল এবং বন্দুক মারার লক্ষীনারায়ণ এলপি স্কুলে আধার এনরোলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে l
অনুরূপভাবে লালা রেভিনিউ সার্কেলে আরো ১৪টি আধার সেন্টার স্থাপন করা হয়েছে l এর মধ্যে রয়েছে লালার জি এস মেমোরিয়াল হাই স্কুল, মনাছড়ার বিডিও অফিস, আয়নাখাল জিপি অফিস , উমেদনগর জসনাবাদ জিপি অফিস, কৃষ্ণপুর হেলথ সাব সেন্টার, টান্টু ধনীপুর জিপি অফিস, ধলছড়া বিলাইপুর জিপির আর্জেনজেনা এলপি স্কুল, লালা এইচএস ও এমপি স্কুল, লালাছড়া টি-এস্টেট, এন টি মডেল স্কুল, লালছড়া ভারনেপুর জিপি অফিস, নিমাইচাঁদপুর জিপি অফিস, কৈয়া টি-এস্টেট এবং লালা মিউনিসিপাল বোর্ড l

আলগাপুর রেভিনিউ সার্কেলে মোট ১৩টি আধার সেন্টার চালু হয়েছে l এর মধ্যে রয়েছে আলগাপুর জিপি অফিস , চাঁদপুর কমিউনিটি হল, জানকীচরণ এইচএস স্কুল, উত্তর কাঞ্চনপুর জিপি অফিস, আলগাপুরের ৩৫৪ নং এলপি স্কুল, মোহনপুর বর্ণিব্রিজ জিপি অফিস, বকরিহাওর জিপি অফিস, মোহনপুর জিপি অফিস, পাঁচগ্রামের সীতারাম এমই স্কুল, নর্থ নারায়ণপুর জিপি অফিস, আলগাপুর জেবি এমই মাদ্রাসা, বাশবাড়ি গ্রান্ট এমআরসি হাই স্কুল এবং চন্ডিপুর এমই মাদ্রাসা, l

কাটলিছড়া রেভিনিউ সার্কেলে আরো ১৩টি আধার এনরোলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে l এর মধ্যে রয়েছে কাটলিছড়া ইন্ডোর স্টেডিয়াম, ঘাড়মুড়া রেঞ্জ ফরেস্ট অফিস, নেতাজি ভবন মনিপুর, বরুণছড়া জিপি অফিস, রুপাছড়া পিএইচ ই অফিস, বলদাবলদি জিপি অফিস, জামিরা জিপি অফিস, হরিশনগর জিপি অফিস, পালইছড়া জিপি অফিস, দিনানাথপুর এমই স্কুল, ভূপেন্দ্রনাথ এমই স্কুল, শাহাবাদ জিপি অফিস এবং লালপানি সেবা সংঘ তে এই সেন্টার স্থাপন করা হয়েছে l
একই নির্দেশে জানানো হয়েছে, আধার এনরোলমেন্ট সেন্টারগুলিতে পূর্ববর্তী. ভেরিফায়ারগনকে রিলিজ দিয়ে এবং বরাতপ্রাপ্ত পারিজা এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে থাকা আধারের জন্য মেশিন ইত্যাদি সহ নতুন এনরোলমেন্ট ভেরিফায়ারগণকে নিযুক্ত করা হয়েছে l সরকারি ধার্য করা নির্ধারিত বেতন নতুন করে নিযুক্তপ্রাপ্ত ভেরিফায়ারগণকে দেওয়া হবে বলেও এই নির্দেশে জানানো হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker