Barak UpdatesBreaking News
বিশ্বায়ন আমাদের মুড়ির মোয়া, চিড়ার নাড়ুও নিয়ে গেছেঃ রাধামাধব কলেজে উপাচার্যGlobalisation has snapped ties with our rich cultural heritage: VC Assam University said at Radhamadhab College
২১ আগস্টঃ “বিশ্বায়নের ভালো-খারাপ উভয় দিকই রয়েছে। তবে শুধু অর্থনীতির দৃষ্টিভঙ্গিতে একে বিশ্লেষণ করা ঠিক নয়। তা সামাজিক ও সাংস্কৃতিক জগতেও বেশ প্রভাব ফেলেছে। ” কথাগুলো বলেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপচন্দ্র নাথ। তিনি আজ রাধামাধব কলেজে এক জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারের বিষয় ছিলঃ “বিশ্বায়ন এবং উত্তর পূর্ব ভারত:সুযোগ,ঘটনাক্রম এবং প্রতিকূলতা”। দুদিন ব্যাপী সেমিনারের উদ্বোধনী পর্বে উপাচার্য বলেন, বিশ্বায়ন এই অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ক্ষেেত্রেও কম প্রভাব ফেলেনি। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন আমাদের মুড়ির মোয়া, চিড়ার নাড়ুর কথা। তাঁর কথায়, বিশ্বায়ন আমাদের খাদ্যাভাসটাই বদলে দিয়েছে। আজকের প্রজন্ম মুড়ির মোয়া, চিড়ার নাড়ু খেতেই চায় না। তার অর্থনীতির দিকটিও তিনি উল্লেখ করেন। বলেন, এ সব তৈরি করেও আগে বহু পরিবার বেঁচে গিয়েছে। এখন তাঁরা সমস্যায়।
জাতীয় পর্যায়ের এই সেমিনার হচ্ছে মূলত মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ এবং রাধামাধব কলেজের অর্থনীতি বিভাগ ও আইকিউএসি। তাতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক নিখিল ভূষণ দে। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক সুমানস দত্ত, অর্থনীতি বিভাগের অধ্যাপক অলোক সেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শ্রাবন্তী মাইতি, রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. প্রভাত কুমার সিনহা।
স্বাগত ভাষণ দেন রাধামাধব কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ড. নবনীতা দেবনাথ। উদ্দেশ্য ব্যাখ্যা করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.রাহুল সরোনিয়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 56 টি সেমিনার পেপার জমা পড়েছে। দুদিনে তা পড়া হচ্ছে। বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। বুধবার দিনভর অনুষ্ঠান সঞ্চালনা করেছেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুদর্শন গুপ্ত।