Barak UpdatesHappeningsBreaking News
সদরঘাট সেতু থেকে তরুণীর মরণঝাঁপ
Girl jumps from old Barak bridge, search operation on by SDRF

২১ সেপ্টেম্বরঃ সোমবার সন্ধ্যায় পুরনো সদরঘাট সেতু থেকে এক তরুণী ঝাঁপিয়ে পড়ে। খবর পেয়েই এসডিআরএফ নদীতে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পরও তার সন্ধান মেলেনি। তরুণীটির পরিচয় জানা যায়নি। এক পথচারী তাকে লাফাতে দেখে লোকজনকে জানান। খবর যায় পুলিশ, এসডিআরএফে।