Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে বয়শ্রী যোজনায় নাম লেখানোর মেয়াদ বৃদ্ধির দাবি
ওয়েটুবরাক, ২২ জুলাইঃ দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারের বৃদ্ধ-বৃদ্ধাদের শারীরিক সমস্যা কাটাতে যে সব যন্ত্রপাতি বা সরঞ্জামের প্রয়োজন, সরকার সেগুলি বিনামূল্যে তাদের কাছে পৌঁছে দেবে। সে জন্য তৈরি করা হয়েছে রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা। এই সুবিধে পাওয়ার জন্য ১৫ জুলাইর মধ্যে নাম লেথাতে বলা হয়েছিল। কিন্তু করিমগঞ্জে রাষ্ট্রীয় বয়শ্রী যোজনার কোনও প্রচার হয়নি। নাম লিখিয়ে দরিদ্র পরিবারের বৃদ্ধ-বৃদ্ধারা কিছু সরকারি সুবিধে পেতে পারেন, সে কথা কাউকে জানানোও হয়নি। তাই এর মেয়াদ বাড়ানোর দাবিতে আজ বৃহস্পতিবার গ্লোবাল বরাক এনজিও-র এক প্রতিনিধি দল জেলাশাসক খগেশ্বর পেগুর সঙ্গে সাক্ষাত করেন।
প্রতিনিধি দলটিতে অন্যান্যদের মধ্যে ছিলেন সভাপতি সুজয় রায়, সম্পাদক শুভজিত চক্রবর্তী প্রমুখ। তাঁরা বলেন, জেলা সমাজকল্যাণ বিভাগের ভুলে বিপিএল পরিবারের মানুষেরা বঞ্চিত হচ্ছেন। তাই তাঁদের কিছুদিন নাম লেখানোর সুযোগ দেওয়া হোক।