India & World UpdatesHappeningsCulture
কলকাতায় সিলেটি বিজয়া সম্মেলনে নাচ-গান-ধামাইল
ওয়ে টু বরাক, ৩১ অক্টোবর : কালীপুজোর ঠিক পরেই গত ২৯ অক্টোবর শনিবার কলকাতার যাদবপুরের ইন্দুমতি সভাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল সিলেটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মেলন। নাচ গান আবৃত্তি ধামাইলে ভরপুর ছিল এই গোটা অনুষ্ঠান। সিলেটি সংস্কৃতি ও পরম্পরাকে মাথায় রেখেই আয়োজন করা হয়েছিল গোটা অনুষ্ঠানের।
আনুষ্ঠানিকতা মেনে শুরু হয় এ দিনের অনুষ্ঠান। স্বাগত ভাষন দেন সাধারণ সম্পাদক তিলক দেব পুরকায়স্থ। এরপর সিঁদুর খেলার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। গান পরিবেশন করেন রিতা চক্রবর্তী, গায়ত্রী নন্দী মজুমদার এবং তার দল, মিলি গোস্বামী, ইশিতা ব্যনার্জি, অরিত্রিকা রায়, সৌরভ চক্রবর্তী, প্রিয়া ভট্টাচার্য। একটি অসাধারণ শিবস্তুতি নৃত্যানুষ্ঠানের উপহার দেন প্রিসা ভট্টাচার্য।
এছাড়াও নৃত্য পরিবেশন করেন প্রাগনা চ্যাটার্জি, আরহি দত্ত চৌধুরী, সায়ন্তনী ভট্টাচার্য, বিদ্যাঙ্গী এবং চন্দ্রিমা দাস। এদিন কঁচিকাচাদের নিয়ে একটি অসাধারণ ফ্যাশন শো প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন ফাল্গুনী পুরকায়স্থ, বাংলা চলচ্চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব, প্রিয়া ভট্টাচার্য প্রমুখ।
বলা যায়, দর্শকরা এদিনের অনুষ্ঠান অন্তর থেকে উপভোগ করেছেন। সব সিলেটিদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। অসাধারণ একটি ধামাইল নাচের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। গোটা অনুষ্ঠানকে সাফল্যময় করে তুলতে যাদের নিরলস পরিশ্রমে গত দু-তিন মাসে অনুষ্ঠানটি সেজে উঠেছে, তারা হলেন রজত গুপ্ত, শান্তনু রায়, বাণীব্রত দাস, বিশ্বপ্রতীম রায়, মিলি দেব, শুভ্রজিৎ পুরকায়স্থ, সৌম্যদীপ চৌধুরী, ইন্দ্রজিৎ দত্ত চৌধুরী, তিলক দেবরায়, প্রীতম দাস, সুমান্ত দত্ত, রিত্তিকা দত্ত, প্রবাল ভট্টাচার্য।