Barak UpdatesHappeningsBreaking News

১০ দিনে মেডিক্যালে আরও ৫০ শয্যার আইসিইউ
50-bedded ICU to come up at SMCH within10 days

১৭ আগস্ট: শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ৫০ শয্যার আইসিইউ হচ্ছে৷ আগামী দিনদশেকের মধ্যে এ সংক্রান্ত কাজকর্ম শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন সাংসদ ডা. রাজদীপ রায়৷ সোমবার সাংবাদিকদের ডেকে তিনি বলেন, ৭দিনের মধ্যে সিভিল ওয়ার্ক শেষ হয়ে যাবে৷ টেকনিক্যাল কাজকর্মে আরও ২-৩ দিন লাগবে৷ ৫০ শয্যার আইসিইউতে পর্যাপ্ত সংখ্যক ভেন্টিলেটরও থাকবে৷

সাংসদ রাজদীপ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালন সমিতিরও ভাইস চেয়ারম্যান৷ পাশে বসে অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া জানান, ওই ৫০ শয্যার আইসিইউ-র পাশাপাশি প্রয়োজনে ৫০-৬০টি সাধারণ শয্যাও বাড়ানো যেতে পারে৷ উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত এবং সুপারিন্টেন্ডেন্ট ডা. অভিজিত স্বামীও সাংবাদিক সম্মেলনে মত বিনিময় করেন৷

কিছুদিন ধরেই প্রচার মাধ্যম ও সামাজিক মাধ্যমে শিলচর মেডিক্যাল কলেজের নানা অব্যবস্থা, অনিয়মের কথা গুরুত্ব সহ প্রকাশ করা হচ্ছিল৷ এতেই ক্ষিপ্ত হয়ে রাজদীপবাবু প্রশ্ন করেন, ডাক্তার-নার্স-টেকনিক্যাল স্টাফরা কাজে উৎসাহ হারালে কী দাঁড়াবে পরিস্থিতিটা? ডাক্তাররা স্টেথোস্কোপ ছেড়ে কি পাইপের জল খুঁজে বেড়াবেন?

তাঁর কথায়, যারা চিকিৎসার জন্য যান, মেডিক্যাল কলেজ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাদের৷ সাধারণ মানুষ দায়িত্ব নিয়ে এগিয়ে আসেননি বলেই এতদিনেও মেডিক্যাল কলেজের প্রত্যাশিত উন্নতি হয়নি৷

রাজদীপবাবু রাগত স্বরে জানিয়ে দেন, চিকিৎসার জন্য এলে সরকারি হিসাবে যা খেতে দেওয়া হবে, তা-ই খেতে হবে৷ সরকারি হাসপাতালে ফাইভ স্টার হোটেলের খাবার দেওয়া সম্ভব নয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker