Barak UpdatesBreaking News
শুক্রবার শিলচরে এসে বিমলাংশু রায় স্মারক বক্তৃতা করবেন রামমাধব
Ram Madhav to deliver Bimolangshu Roy Memorial Lecture at Silchar on 20 September
Biography of Bimolangshu Roy also to be released

১৪ সেপ্টেম্বরঃ বিমলাংশু রায়ের ৮১-তম জন্মদিবস ১৯ সেপ্টেম্বর। অন্যান্য বছরের মত এ বারও এ উপলক্ষে স্মারক বক্তৃতার আয়োজন করেছে বিমলাংশু রায় ফাউন্ডেশন। এই বছরে স্মারক বক্তৃতা করবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ইন্ডিয়া ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য। অনুষ্ঠানটি হবে ২০ সেপ্টেম্বর, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে।
রামমাধব মূলত বক্তৃতা করবেন বিল্ডিং এ নিউ ইন্ডিয়াঃ ইউনাইটেড স্ট্রং অ্যান্ড প্রসপেরাস। একই অনুষ্ঠানে বিমলাংশু রায়ের একটি জীবনীগ্রন্থ প্রকাশিত হবে। এই আনুষ্ঠানিক প্রকাশটিও হবে রামমাধবের হাতে। লেখক বা জীবনীকার দীপঙ্কর ঘোষ। বইটির নাম অদ্বিতীয় বিমলাংশু—কালের ক্যানভাসে। তাতে অসমে বিজেপির উত্তরণ ও কিছু বিক্ষিপ্ত সময়কথা তুলে ধরা হয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই সব তথ্য জানান প্রয়াত বিমলাংশু রায়ের পুত্র, সাংসদ ডা. রাজদীপ রায়। তিনিই ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি।
প্রসঙ্গত, এর আগে এই স্মারক বক্তৃতা করেছেন অরুণ জেটলি, সুরেশ প্রভু, রবিশঙ্কর প্রসাদ প্রমুখ।