Barak UpdatesHappeningsBreaking News
প্যাটের কোচিং শুরু শিলচরেFree coaching for PET started by Ex-Student’s Forum of Silchar Polytechnic
ওয়েটুবরাক, ১২ জুন : এক্স স্টুডেন্টস ফোরাম অব শিলচর পলিটেকনিক-এর ব্যবস্থাপনায় আজ রবিবার পলিটেকনিক অ্যাডমিশন টেস্ট বা প্যাটের প্রস্তুতির জন্য ফ্রি কোচিং প্রদান আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। শিলচর পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার স্বনামধন্য বাস্তুকার বুরহান উদ্দিন আহমেদ বড়ভুইয়া। বিশিষ্ট অতিথি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পুরোধা ব্যক্তিত্ব তৈমুর রাজা চৌধুরী, পাবলিক স্কুলের অধ্যক্ষা কবিতা সেনগুপ্ত মহাশয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের কর্মকর্তা সহ ছাত্রছাত্রী ও অভিভাবক গণ। সভায় বক্তারা নিজেদের ভাষণে আগামী এক মাসের ফ্রি শিক্ষাদান কর্মকাণ্ডের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন৷ ফোরামের এই জনমুখী কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্রছাত্রীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। উল্লেখ্য, করোনা মহামারীর দুই বছর বাদ দিলে এক্স স্টুডেন্টস ফোরাম বিগত দশ বছর ধরে এভাবে পলিটেকনিকের প্রবেশিকা পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য বিনা মাশুলে এই ‘ক্র্যাশ কোর্স’ এর ব্যবস্থা করে আসছে।