Barak UpdatesHappeningsBreaking News
নয়াবিলে ফ্রি কোচিং সেন্টারFree coaching centre at Nayabil
২৪ ফেব্রুয়ারি: পশ্চিম ধলাইর পিছিয়েপড়া পরিবারের ছাত্রছাত্রীদের জন্য ফ্রি কোচিং সেন্টার চালু করল নয়াবিল দিগন্ত ফাউন্ডেশন৷ আগামী ১ মার্চ থেকে নিয়মিত ক্লাশ হবে৷ নয়াবিলের মোহনলাল এমই স্কুলের ২০০ ছাত্রকে লক্ষ্য রেখেই মূলত এই সেন্টার গড়ে তোলা হয়েছে৷ গত রবিবার ছাত্রদের অভিভাবকবৃন্দকে নিয়ে সভায় এ ব্যাপারে বিস্তৃত আলোচনা হয়৷ বক্তব্য রাখেন সংস্থার সভাপতি গৌতম শুক্লবৈদ্য, এপি সদস্য প্রদীপ সিং, মোহনখাল এমই স্কুলের প্রধানশিক্ষক রাজা দত্ত, রুদল শর্মা, রাজীব চৌধুরী, সন্দীপ কুমার, সুদীপ কুমার প্রমুখ৷