Barak UpdatesHappeningsBreaking News
ব্যাঙ্ক ম্যানেজারের মৃত্যুতে অডিট অফিসারকে অভিযুক্ত করে এজাহার
ওয়েটুবরাক, ৮ জানুয়ারি : স্টেট ব্যাঙ্কের কাবুগঞ্জ শাখার ম্যানেজার কুলদীপ দাশগুপ্তের মৃত্যুর জন্য দুইজনকে অভিযুক্ত করে রবিবার সোনাই থানায় মামলা করেছেন সদ্য পুত্রহারা অলকা দাশগুপ্ত৷ এজাহারে তিনি স্পষ্ট করে অডিট অফিসার ও একজন সাব স্টাফের নাম উল্লেখ করেছেন । অভিযুক্তরা হলেন, অডিট অফিসার যোগেন্দ্র পান্ডে ও সাবস্টাফ শিবু নাথ।
অলকাদেবী এজাহারে উল্লেখ করেছেন, গত দেড়বছর থেকে ব্যাঙ্কের কাবুগঞ্জ ব্রাঞ্চে ম্যানেজার পদে কাজ করে আসছেন কুলদীপ। বেশ কিছুদিন ধরে তাঁকে প্রবল চাপ ও উদ্বেগে দেখা গিয়েছে।
পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনায় তিনি একাধিকবার প্রকাশ করেছেন যে, ওই দুইজন তাকে দায়িত্ব পালনে অসুবিধার সৃষ্টি করছে। তারা তাকে অন্যায় ও অবৈধভাবে চাপ দিয়েছেন বলেই সন্দেহ তাদের। এজাহারে তিনি বলেন, “অভিযুক্ত ব্যক্তিরা হয়তো তাদের কোনও অপকর্ম ঢাকতে আমার সন্তানকে হত্যা করেছে৷ নয়তো তাকে আত্মহত্যায় বাধ্য করেছে।”
উল্লেখ্য, শনিবার সকালে ব্যাঙ্কের মধ্যে সিলিঙের হুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল বছর আটত্রিশের কুলদীপের দেহ। শুক্রবার রাত দশটায় বাকি স্টাফরা চলে গেলেও কাজ রয়েছে বলে থেকে গিয়েছিলেনশিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর লেনের কুলদীপ দাশগুপ্ত।
পুলিশ জানিয়েছে, তাঁর মায়ের দায়ের করা মামলাটি নথিভুক্ত হয়েছে৷ সেইসঙ্গে তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে৷