NE UpdatesHappeningsBreaking News
৪ দিনের পুলিশ রিমান্ডে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী
Former Tripura Minister Badal Choudhury sent for 4 days police remand

১১ নভেম্বর : ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে চার দিনের জন্য রিমান্ডে নিয়ে গেল পুলিশ। পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা বিশেষ আদালতের বিচারপতি সব্যসাচী দত্ত তিন দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকার পর ত্রিপুরার এই বিশিষ্ট সিপিএম নেতাকে পুলিশ হেফাজতে পাঠান। তবে পুলিশ রিমান্ডে নেওয়া হলেও প্রাক্তন এই মন্ত্রীর জন্য কিছু বিশেষ ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ অনুযায়ী প্রাক্তন মন্ত্রীকে আলাদা কক্ষে রাখার ব্যবস্থা করতে হবে। বিছানা, শৌচাগার, চিকিৎসক সব দিতে হবে। এমনকি পরিবারের লোকজন দেখা করতে চাইলে পুলিশকে সে সুবিধাও করে দিতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে।
সরকার পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ জানান, প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি দেখভাল করতে আদালত এই মামলার তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন। এ দিকে আদালত দু’পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর ৮ নভেম্বর কোনও রায় দেয়নি। এজন্য ১১ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। ফলে সোমবার বাদল চৌধুরীকে পুনরায় বিশেষ আদালতে তোলা হয়। এ দিন সকালে তাঁকে নিয়ে কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশি বেষ্টনীর মধ্যে নিয়ে আসা হয় আদালতে। শুনানিতে আদালত ৭ দিনের পরিবর্তে ৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। তবে এর সঙ্গে পুলিশকে বেশকিছু বিশেষ ব্যবস্থা করতেও বলে আদালত।