NE UpdatesHappeningsBreaking News

অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ, আসাম পুলিশের ডিআইজি বরখাস্ত
Foreign visit without permission, DIG of Assam Police suspended

২০ জুলাই : আসাম পুলিশের ডিআইজি আই পি এস আধিকারিক রোনক আলি হাজরিকাকে বরখাস্ত করা হয়েছে। রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি মঙ্গলবার এক নির্দেশে তাঁকে বরখাস্ত করেছেন। আসাম পুলিশের এক মুখপাত্র জানান, ২০১১ সাল থেকে স্বরাষ্ট্র বিভাগের অনুমতি ছাড়া বেশ কয়েকবার বিদেশ ভ্রমণে যান এই আধিকারিক। আর এতেই তিনি কয়েকবার নিয়ম উল্লঙ্ঘন করেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে রোনক আলি হাজরিকা আসাম পুলিশ সার্ভিসে আধিকারিক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি আসাম সরকারের পশ্চিম সংমণ্ডলের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরখাস্ত হওয়ায় এখন থেকে তাঁর কার্যালয়টি আসাম পুলিশের ডিজির অধীনে থাকবে। এই আধিকারিক স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের অনুমতি ছাড়া কার্যালয়ে প্রবেশ করতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker