CultureBreaking News

বরাকের লোকশিল্পী হরিপদ দাস প্রয়াত
Folk singer of the valley Haripada Das expired

২০ অক্টোবর : বরাক উপত্যকার বিশিষ্ট লোকসংগীত শিল্পী হরিপদ দাস শনিবার সকালে প্রয়াত হয়েছেন। শিলংয়ের নিগ্রিমস হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে তিনি মারা যান। বয়স হয়েছিল ৫২ বছর। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে সহ বহু আত্মীয় ও গুণমুগ্ধকে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

লোকসংগীত শিল্পী হরিপদ দাস গত অষ্টমীর রাতেও তারাপুরের এক পুজো মণ্ডপে সঙ্গীত পরিবেশন করেন। এরপরে রাতেই আরইসি সংলগ্ন একটি মণ্ডপে তাঁর অনুষ্ঠান করার কথা ছিল। তারাপুরে অনুষ্ঠান শেষ করে তিনি সেখানে গিয়েওছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি অসুস্থতা বোধ করায় তাঁকে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থা সংকটজনক থাকায় চিকিৎসকরা তাঁকে শিলংয়ের নিগ্রিমস হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। এরপর সেখানেই তাঁর চিকিৎসা চলে। অবশেষে শনিবার সকালে তিনি মারা যান।

প্রয়াত লোকশিল্পী হরিপদ দাস প্রায় ২৫-৩০ বছর ধরে লোকগানের সঙ্গে যুক্ত রয়েছেন। বরাক ও তার আশপাশ অঞ্চলে বহু অনুষ্ঠানে তিনি গান গেয়ে খ্যাতি পেয়েছেন। তিনি আকাশবাণীর বি হাই গ্রেড শিল্পী ছিলেন। ফলে আকাশবাণী থেকে বহুবার তাঁর গান সম্প্রচারিত হয়েছে। শিলচর শহরেও তাঁর বহু ছাত্রছাত্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন।

হরিপদ দাস আরেক লোকসঙ্গীত শিল্পী মনোরঞ্জন মালাকারের প্রতিষ্ঠিত বরাক তরঙ্গ লোকগানের দলে বহুদিন গান গেয়েছেন। এরপর তিনি মনোরঞ্জন বাবুর আরেকটি দল সুরমিলনের হয়েও বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন। মূলত বাউল আঙ্গিকের গানই তিনি বেশি গাইতেন। সম্মিলিত লোকমঞ্চের মাসিক অনুষ্ঠান লোককণ্ঠতে কিছুদিন আগে তিনি গান গেয়েছেন।

October 20: Eminent folk singer of the valley Haripada Das (52) breathed his last on Saturday morning. He died at a hospital in Shillong due to brain hemorrhage. He is survived by a his wife, a son and lots of admirers. His death was mourned by a cross section of the people.

He was supposed to perform in a Durga Puja pandal at Tarapur, Silchar. However, he felt uneasy over there and was then taken to Silchar Medical College & Hospital. The doctors over there referred hi, to some super specialty hospital. He was then taken to Shillong.

Haripada Das was a B High artist of All India Radio and was associated with folk music for more than three decades.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker